শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত ও পাকিস্তান মুুখোমুখি হতে পারে ৩ বার

স্পোর্টস ডেস্ক : চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ক’দিন আগে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিলো। এই লড়াইয়ে ভারতের কাছে হালে পানি পায়নি পাকিস্তান। ফলে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা। সেই হারের বদলা নেয়ার জন্য এ বছরই একাধিক সুযোগ পাচ্ছে পাকিস্তান। 

কারণ চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। গত আসরের মতো এই টুর্নামেন্টে একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে এবারের এশিয়া কাপ হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে।
আগামী বছরের শুরুতেই ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই ভাবনায় এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৯টি ম্যাচ হবে। ৮ দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও তা সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত অনুযায়ী ভারত ও পাকিস্তানকে আপাতত কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হবে না। কারণ দুই দলের কেউই একে অপরের দেশে গিয়ে কোনো ম্যাচ খেলতেই রাজি না।

এশিয়া কাপের 'এ' গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপে যোগ দেয়ার কথা রয়েছে আরও একটি দলের। এদিকে 'বি' গ্রুপে থাকছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও যুক্ত হবে আরও একটি দল।

হংকং ও ওমান এই বছর এশিয়া কাপে খেলবে। তবে দুই দলে কে কোন গ্রুপে খেলবে তা নিশ্চিত নয়। এর আগে ২০২৩ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। এবার তারা বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। 

২০২৩ এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ৮ দলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। সেখান থেকে দুটি করে দল খেলেছিল পরের পর্বে। সেখান থেকে জয়ী দুই দল চলে যাবে সোজা ফাইনালে। ভারত-পাকিস্তান ফাইনালে উঠতে পারলে তিনবার তাদের সাক্ষাৎ হবে এশিয়া কাপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়