শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে: কড়া সমালোচনায় ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদ চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নেমেছিলেন। তবে টুর্নামেন্টে দলের টিকে থাকার লড়াইয়ে কোনো অবদানই রাখতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। ব্যাটিংয়ে নিজের উইকেট বিলিয়ে এসে দলের চাপ বাড়িয়েছিলেন। এরপর ফিল্ডিংয়ে ছাড়েন সহজ এক ক্যাচ। ম্যাচে তার এমন পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম।

গত সোমবার (২৪ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নামেন তখন ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দলের হাল ধরার বদলে মাইকেল ব্রেসওয়েলকে তেঁড়েফুঁড়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ১৪ বলে ৪ রান করে সাজঘরের পথ দেখেন তিনি। ১১৮ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে সেই ধাক্কা আর কাটাতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে কোনোমতে ২৩৬ রান তুলতে পারে দল।

এরপর ফিল্ডিংয়ের সময় মিড-অনে ১০৫ রানে থাকা রাচিন রবীন্দ্রর সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন মাহমুদউল্লাহ। যদিওবা পরে টম ল্যাথামকে সরাসরি রানআউট করেন তিনি। তবে তার আগেই ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। ৫ উইকেটে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় নাজমুল হোসেন শান্তর দলকে।

অবশ্য ওয়ানডেতে ২০২৪ সালে দলের সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবেই চ্যাম্পিয়নস ট্রফি আসেন মাহমুদউল্লাহ। নিজের খেলা সবশেষ চার ম্যাচেই পান ফিফটির দেখা। তবে ম্যাচগুলো জিততে পারেনি বাংলাদেশ। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজের উইকেট ছুঁড়ে এসে একের পর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির সম্প্রচারক স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ম্যাচে মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে ওয়াসিম বলেন, এটা একটা সহজ ক্যাচ ছিল। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে তিনি এখানে ছুটি কাটাতে এসেছেন। না হচ্ছে ব্যাটিং, না হচ্ছে বোলিং।

তরুণদের সুযোগ না দিয়ে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো বয়স্ক ক্রিকেটারদেরকে খেলানোর সমালোচনা করে পাকিস্তানের হয়ে ৯১৬টি উইকেট নেওয়া ওয়াসিম বলেন, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তারা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের এনেছে যাদের বয়স ৩৯ ও ৩৭। সাদা বলের ক্রিকেটের জন্য তরুণ খেলোয়াড়দের প্রস্তুত করুন। এ ধরনের অভিজ্ঞদের লাল বলে খেলতে দিন যদি তারা চায়। সাদা বলের ক্রিকেট হলো ভয়ডরহীন। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল সাজাতে বাংলাদেশকে এগুলো নিয়ে ভাবতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়