শিরোনাম
◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অনেক কষ্টে জয় পেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : অনেক চড়াই উতরাই পেরিয়ে ইংলিশ লিগে জয়ের দেখা পেলো লিভারপুল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে ভীষণ চাপের মুখে পড়। শ্যাম রাখি না কুল রাখি অবস্থার মধ্যে খেলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে দুই নম্বরে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান আবারও ৭ করল লিভারপুল।

গত শনিবার লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে এনেছিল আর্সেনাল। রোববার (১৬ ফেব্রুয়ারি) উলভসের বিপক্ষে পয়েন্ট হারালে সুবিধাজনক অবস্থানে চলে যেত গানাররা। তবে এই জয়ের ফলে ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৬০, আর সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৫৩।

আগের ম্যাচে এভারটনের বিপক্ষে নাটকীয়ভাবে পয়েন্ট হারানো লিভারপুলের জন্য আজকের ম্যাচেও একই চিত্র ফিরে আসার সম্ভাবনা ছিল। দ্বিতীয়ার্ধে উলভস ১০টি শট নেয়, কিন্তু লিভারপুল একটিও নিতে পারেনি। তবুও ভাগ্যের সহায়তায় জয় ধরে রেখেছে অ্যানফিল্ডের ক্লাবটি।

প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লিভারপুল। উলভস আঁটসাঁট রক্ষণ গড়ে দলটিকে আটকানোর চেষ্টা করলেও ১৫ মিনিটে প্রথম গোল খেয়ে বসে। লুইস দিয়াজের দারুণ এক আক্রমণে এগিয়ে যায় লিভারপুল। এরপর ম্যাচের ৩৫ মিনিটে উলভসের গোলরক্ষক জোসে সা ফাউল করে পেনাল্টি উপহার দেন লিভারপুলকে। স্পট কিক থেকে সহজেই গোল করেন মোহাম্মদ সালাহ। এটি প্রিমিয়ার লিগে সালাহর ২৩তম এবং মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮তম গোল।

এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে একক কোনো মাঠে সর্বোচ্চ গোল করার তালিকায় ওয়েইন রুনিকে ছুঁয়ে ফেলেছেন সালাহ। ওল্ড ট্রাফোর্ডে রুনির ১০১ গোলের সমান অ্যানফিল্ডে গোল করলেন তিনি। তার চেয়ে এগিয়ে আছেন কেবল থিয়েরি অঁরি (হাইবুরিতে ১১৪) ও সার্জিও আগুয়েরো (ইতিহাদে ১০৬)।

বিরতির পর উলভস ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। লিভারপুলের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করতে থাকে তারা। ৫৭ মিনিটে লিভারপুল আরও একটি পেনাল্টি পেলেও ভিএআরের সাহায্যে সেটি বাতিল করেন রেফারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়