শিরোনাম
◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫২ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টানা চার ম্যাচ জিতে শেষ ম্যাচে মেসির মায়ামির হোঁচট

স্পোর্টস ডেস্ক : টানা চার ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হোঁচট খেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ইনজুরি টাইমে ফাফা পিকোল্ট গোল না এনে দিলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো তাদের। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ওরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

প্রাক-মৌসুম প্রস্তুতির একটি ম্যাচ। অথচ ফ্লোরিডায় এদিন মেসিদের খেলা উপভোগ করতে হাজির হয়েছিলেন ৪২ হাজারের বেশি সমর্থক। কানায় কানায় পূর্ণ গ্যালারির সমর্থকদের অবশ্য হতাশই করেছেন আর্জেন্টাইন তারকা। এদিন এমএলটেনের পা থেকে আসেনি কোনো গোল। যদিও তার সামনে গোল করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল প্রথমার্ধের শেষদিকে। - সময়নিউজ

লুইস সুয়ারেজের পাস বক্সে পেয়েছিলেন মেসি। তার সামনে ছিলেন কেবল ওরল্যান্ডোর গোলরক্ষক। আলতো ছোঁয়ায় তার মাথার উপর দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেছিলেন মেসি। কিন্তু ব্যর্থ হলেন। এক হাত তুলে খুব সহজেই বল আটকে দিলেন ওরল্যান্ডোর গোলরক্ষক। যেন গ্লাভসে আগে থেকে আঠা লাগানো ছিল।

এদিন মেসি আরও বেশ কিছু সুযোগ পেয়েছিলেন। তবে কোনোটাই কাজে লাগাতে পারেননি। শেষমেশ ৭৫তম মিনিটে মাঠ ছেড়ে যান তিনি। প্রাক-মৌসুমে প্রস্তুতিতে এর আগে চার ম্যাচ খেলে মাত্র ২টি গোল করেছিলেন এ আর্জেন্টাইন তারকা।

এদিকে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ১৫তম মিনিটে পিছিয়ে যাওয়ার পর ২২তম মিনিটে সুয়ারেজের সহায়তায় তাদেও অ্যালেন্দে গোল করে মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন। ৫৪তম মিনিটে ফের পিছিয়ে যায় মেসির দল। নির্ধারিত সময়ের খেলায় আর সমতায় ফিরতে পারেনি তারা। পরাজয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু যোগ করার চার মিনিটের তৃতীয় মিনিটে পিকোল্ট গোল করে দলকে হার থেকে বাঁচান। তাতে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি।

 এমএলএসের নতুন মৌসুমে ২২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির মোকাবিলায় মাঠে নামবে মায়ামি। তার আগে ১৯ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসির মুখোমুখি হবে মেসিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়