শিরোনাম
◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ ◈ শিক্ষার্থীদের দাবিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস, আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ মাহফুজ আলমের ◈ এবার চীনের সঙ্গে বিরোধে জড়াল ভারত! ◈ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের অর্থমন্ত্রীকে বিকল্প খোঁজার পরামর্শ ◈ পুলিশ হেফাজত থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ (ভিডিও) ◈ পা‌কিস্তান সুপার লি‌গে লাহোর কালান্দার্সে খেল‌বেন সাকিব

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় হোটেল ছাড়ছেন না

এল আর বাদল : এবারের বিপিএলে অংশ নিয়ে দুর্বার রাজশাহী একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তাই দলটির বিদেশি ক্রিকেটারদের এখন নিজ দেশে থাকার কথা।

তবে বাস্তবে ঘটেছে তার উল্টো। পারিশ্রমিক না পেয়ে টিম হোটেলেই অবস্থান করছে রায়ান বার্ল-আফতাব আলমরা। শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটারদের ফেরার জন্য টিকেটও কেটে দেয়নি রাজশাহী।

গতকাল গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেছেন, এটাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। কিন্তু এখনো বিদেশি ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রাজশাহীর টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরও ছয় বিদেশি ক্রিকেটারের কেউই এখনো হোটেল ছাড়েননি। কারণ, তাদের বকেয়া বেতন ও ফেরার বিমান টিকেট দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস ২৫% বেতন পেয়েছেন, বাকিরা এক টাকাও পাননি। দৈনিক ভাতা নাকি বার্লের  ১১ দিন বাকি। বাকিদের অবস্থা আরও খারাপ।

পারিশ্রমিক ও টিকেট না পাওয়ার বিষয়টি দেশের একটি সংবাদমাধ্যমকে নিজেই বলেছেন বার্ল। জিম্বাবুয়ের এ অলরাউন্ডার বলেছেন, ‘কোনো আপডেট নেই। আমাদের পরিস্থিতি আগের মতোই আছে। আমি শুধু বাড়ি ফিরতে চাই। পরিস্থিতি ভালো ঠেকছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়