জবি শিক্ষার্থীদের কথা এই সরকার শুনবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অবগত হয়েছেন। এর জন্য বারবার বসতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
আজ বুধবার রাত ১০টায় কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সামনে এসে তিনি এ কথা বলেন। এর আগে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রতিনিধি দল।
বক্তৃতার একপর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের মধ্য থেকে কেউ একজন বোতল ছুড়ে মারেন। তবে বোতল ছুড়ে মারা ওই ব্যাক্তির অন্য চ্যানেল২৪ ক্যামেরায় দেখা গেছে, কিন্তু এখনও পরিচয় জানা যায়নি কেন বোতল ছুড়ে মেরেছে।