মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সিনিয়র সদস্য সৈয়দ মাহমুদ শফিক ও বাদল আহমেদ-এর মৃত্যুতে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাচসাস কার্যনির্বাহী কমিটি (২০২৪–২০২৬)-এর আয়োজনে শুক্রবার বিকেলে মগবাজারে বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রয়াত দুই সদস্যকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন সমিতির সদস্যরা। তাঁদের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
সভায় মরহুমদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাচসাস এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল্লাহ।