রতন কুমার রায়, ডোমার(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমারে দুই শিশু নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের পাঙ্গা নদীতে ছেঁড়া মশারী নিয়ে ৩টি শিশু মাছ ধরতে যায়। নদীর পানিতে মাছ ধরতে নামলে হুমায়রা(৬) ও তৌফিক(৬) নামে দুই শিশু পানিতে ডুবে যায়।এসময় সাথে থাকা অপর আরেক শিশু সিয়ামের(৬) আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটি আসে এবং পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।।
সেখানে কর্তব্যরত ডাক্তার দুই শিশুকে মৃত ঘোষণা করে। মৃত হুমায়রা কেতকীবাড়ী ইউনিয়নের তেলীপাড়ার হানিফ সরকারের মেয়ে ও তৌফিক প্রতিবেশী তাহেরুল ইসলামের ছেলে।
কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন ওই তিন শিশু বাড়ীর লোকজনের অজান্তে ছেঁড়া মশারী নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে উক্ত দূর্ঘটনাটি ঘটে।