শিরোনাম
◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ হেফাজত থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

বরিশালে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং বরিশাল বিএনপি অফিস ভাংচুর মামলার আসামি খালেদ খান রবীন পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোল্ড করা হয়েছে।

আজ বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতবছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বরিশাল বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি চর আইচা শাখা ছাত্রলীগের ক্যাডার বলে পরিচিত খালেদ খান রবীন আজ দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে দেখতে আসেন। এসময় তিনি জনতার হাতে ধরা পড়েন। তাকে মেডিকেল জরুরি বিভাগের সামনে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ হাসপাতালে এসে শুনতে পায় উন্নত চিকিৎসার জন্য রবীনকে ঢাকায় নিয়ে যাচ্ছে তার আত্মীয়রা। এসময় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে তাকে আর পায়নি।

জানা যায়, সে বরিশাল কোতয়ালী থানায় গত আগস্ট মাসে দায়ের করা মামলার নামধারি আসামী। এরপর তাকে ধরতে পুলিশের স্পেশাল টিম নামানো হয়।

এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল কোতয়ালী মডেল থানাভুক্ত স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইঞ্চার্জ, এস আই মো. রেজাউল ইসলাম, এ এস আই মাহবুব হোসেন, কন্সস্টেবল মো. জাহাঙ্গির ও কনস্টেবল হাবিবুর রহমানকে ক্লোজড করা হয়েছে। তাদের মহানগর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়