শিরোনাম
◈ শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির! ◈ আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও হামলার প্রস্তুতি চলছে: ভারতের পররাষ্ট্রসচিব ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬, এ পর্যন্ত যা যা ঘটল ◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ ◈ নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফের ড্র, ম্যানসিটি লড়বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ শেষ ষোলোর প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের, যা হবে টানা চতুর্থ মৌসুমে নকআউট পর্বে এই দুই দলের লড়াই। সর্বশেষ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল।

শেষ ষোলোতে সরাসরি যোগ দিয়েছে শীর্ষ আট দল- লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা। বাকি আট দল নির্ধারণ হবে প্লে-অফের মাধ্যমে, যেখানে মুখোমুখি হচ্ছে ৯ থেকে ২৪ নম্বর স্থান অধিকারী দলগুলো।

ড্র অনুযায়ী প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইগুলো হলো-
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি,  বায়ার্ন মিউনিখ বনাম সেল্টিক, পিএসজি বনাম ব্রেস্ত, জুভেন্টাস বনাম পিএসভি, এসি মিলান বনাম ফেইনুর্দ, আটালান্টা বনাম ক্লাব ব্রুগা ও স্পোর্টি লিসবন বনাম ডর্টমুন্ড।

নিয়মানুযায়ী, ২২তম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি জানত তাদের প্রতিপক্ষ হবে ১১তম রিয়াল বা ১২তম বায়ার্নের মধ্যে একটি। ড্রয়ে সিটি পেয়েছে রিয়ালকে, অন্যদিকে বায়ার্নের প্রতিপক্ষ সেল্টিক। এই প্লে-অফ ম্যাচগুলো আগামী মাসে অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ী দলগুলো শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়