শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরচুন বরিশাল ছাড়া বাকি ৬ ফ্রাঞ্চাইজির নিবন্ধন ফি এখনো বকেয়া 

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএল শেষের পথে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের। তবে চলতি আসরে অংশ নেয়া সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৬টি ফ্র্যাঞ্চাইজিই নিবন্ধন ফি পুরোপুরি পরিশাধ করেনি। অথচ বিপিএলে অংশ নিতে হলে ফ্র্যাঞ্চাইজিদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে মোটা অঙ্কের নিবন্ধন ফি ও ব্যাংক গ্যারান্টি প্রদান। 

নিয়মনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রতি বছর দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি বিসিবিকে পরিশোধ করতে হয়। এই ফি না দিলে কোনো দলেরই খেলায় অংশ নেয়ার অনুমতি থাকার কথা নয়। এক বছর আগেও এই নিয়ম কঠোরভাবে মানা হতো। কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে বিসিবির অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে, যার ফলে ফি পরিশোধ না করেও বেশিরভাগ ম্যাচ খেলতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, একমাত্র ফরচুন বরিশাল ছাড়া বাকি ছয়টি দলই এখনও তাদের ফ্র্যাঞ্চাইজি ফি পুরোপুরি পরিশোধ করেনি। রংপুর রাইডার্স মঙ্গলবার ৫০ লাখ টাকার চেক দিয়েছে, তবে তাদের এখনও ১ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়া, বাকি পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নিবন্ধন ফি ১৫ থেকে ৩০ লাখ টাকা করে বকেয়া রয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এক বৈঠকে এই বকেয়া ফি নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি কী পদক্ষেপ নেবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়