শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুর্বার রাজশাহীর সমালোচনার চেয়ে পারফরম্যান্সের পাল্লা ভারী, দাবি অপির

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে সময় মতো দুর্বার রাজশাহী ক্রিকেটারদের  পারিশ্রমিক বুঝিয়ে দিতে না পারায় সমালোচনার যেন শেষ নেই। তবে সেরা চারের দৌড়ে ভালোভাবে টিকে থাকা রাজশাহীর মাঠের বাইরের সমালোচনার চেয়ে পারফরম্যান্সের পাল্লাই নাকি ভারী। এমন দাবি করেছেন দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি।

পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। বিসিবি সভাপতির চেষ্টায় ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়ে সেদিন খেলতে নেমেছিলেন তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা। তাৎক্ষণিক সমাধান হলেও সেটা খুব বেশি কাজে দেয়নি। চট্টগ্রামে হোটেল ভাড়া দিতে না পারা, ঢাকায় হোটেল বদল আরও ভাবনায় ফেলে দেয় ক্রিকেটারদের। 

রংপুর রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে বিজয়রা তাই বেঁকে বসেন। পারিশ্রমিক না পেলে মাঠে যাবেন না তারা। এমন হুমকির দেয়ার পর তাদের হাতে চেক তুলে দেয় মালিকপক্ষ। রংপুরের বিপক্ষে ম্যাচ জিতে অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেছিলেন, ‘মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে। ডানহাতি পেসারের এমন কথা বলার একদিন পরই রাজশাহীর ক্রিকেটারদের চেক আবারও বাউন্স করেছে।
নিজেদের একাদশ ম্যাচের আগে হাতে পাওয়া চেক ব্যাংকে জমা দিলে সেটা প্রত্যাখান হয়েছে। যদিও ২ তারিখ পর্যন্ত সময় আছে ব্যাংকে চেক জমা দিয়ে টাকা তোলার। তবে তাৎক্ষণিকভাবে চেক প্রত্যাখান হওয়ায় পারিশ্রমিক পাওয়া নিয়ে শঙ্কায় ক্রিকেটাররা।  রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান টাকা দেয়ার লোক না বলে ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন কয়েকজন ক্রিকেটার। 

পারিশ্রমিক বুঝিয়ে দিতে বিসিবির কাছে সময় চেয়ে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ। মাঠের বাইরে এত বেশি সমালোচনা হলেও মেহরাব অপি রাজশাহীর মাঠের পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন। দলের পারফরম্যান্সে খুশি রাজশাহীর ম্যানেজার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। 

এ প্রসঙ্গে মেহরাব অপি বলেন, অসাধারণ ক্রিকেট খেলেছে মনে হয় আমার দল। আপনি যদি আমার দলের পারফরম্যান্স এবং আমার দলের বাইরের যে আলোচনাগুলো; দুটো যদি দুটো পাল্লায় রাখেন আমার কাছে মনে হয় পারফরম্যান্সের পাল্লাটাই বেশি ভারী হবে। এটাই সত্যি।

নিজেদের শেষ তিন ম্যাচে মাঠের পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছে রাজশাহী। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে অনায়াসে হারিয়ে দিয়েছেন তাসকিনরা। শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে সেরা চারে খুব কাছে দাঁড়িয়ে তারা। মেহরাব অপি জানান, শেষের ম্যাচগুলোতে ক্রিকেটাররা নিজেদের ১২০ ভাগ দিয়ে খেলার চেষ্টা করেছে। 

তিনি বলেন, সবার অবদানের কারণেই আমার মনে হয় দল পারফর্ম করছে এবং ভালো ক্রিকেট খেলছি। আমরা প্লে-অফে যাওয়ার জায়গায় এসেছি, এটা শুধু পারফরম্যান্সের জন্য। শেষের তিনটা ম্যাচ অসাধারণ। ছেলেরা যেভাবে খেলেছে আমার মনে হয় সবসময় বলি ১০০ ভাগ দেয়ার চেষ্টা করে। আমার মনে হয় ১২০ শতাংশ উজার করে দিয়েছে এবং এ কারণেই সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়