শিরোনাম
◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ (ভিডিও) ◈ পা‌কিস্তান সুপার লি‌গে লাহোর কালান্দার্সে খেল‌বেন সাকিব ◈ সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ ◈ প্রাথমিকে আসছে বড় নিয়োগ, ৯৩ শতাংশই মেধায় ◈ কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ◈ আকবরের সেঞ্চুরি কা‌জে আস‌লো না, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ১০ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দেশ   ◈ শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! (ভিডিও) ◈ ঢাবি ছাত্র সাম্যকে কীভাবে হত্যা করা হয়েছে, সেই বর্ণনা দিয়েছে পুলিশ ◈ রাজনীতির পালাবদলে বিপাকে তারকারা: গ্রেফতার, মামলায় জর্জরিত অর্ধশতাধিক শিল্পী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার জসপ্রিত বুমরাহ নারী বিভাগে অ্যামেলিয়া কার

স্পোর্টস ডেস্ক : জো রুট, হ্যারি ব্রুক ও ট্রাভিস হেডদের পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রিত বুমরাহ। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন অ্যামেলিয়া কার। তিনি হারিয়েছেন চামারি আতাপাত্তু, লরা উলভার্ট ও অ্যানাবেল সাদারল্যান্ডকে।

বুমরাহ বল হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন ২০২৪ সালটি। আর তাতেই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে নিয়েছেন ভারতের এই পেসার। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কারও প্রথমবারের মতো নারীদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। এই খেতাবের আনুষ্ঠানিক নাম র‌্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।

মঙ্গলবার ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি। তারা নির্বাচিত হয়েছেন সংবাদমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। বুমরাহ ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন।

এর আগে ২০০৪ সালে প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর ২০১০ সালে শচিন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০১৭ আর ২০১৮ সালে টানা দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছিলেন বিরাট কোহলি।

গত বছর ২১ ম্যাচে বুমরাহ শিকার করেছেন সর্বোচ্চ ৮৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই সঙ্গে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও,বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও।

টেস্টেও গত বছর দারুণ পারফর্ম করেছেন বুমরাহ। এই ফরম্যাটেও সেরা বোলার ছিলেন এই ভারতীয় পেসার। ১৩ টেস্টে শিকার করেছে  ৭১ উইকেট। এমন পারফরম্যান্সে টেস্টের বোলারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ।

এদিকে ২০২৪ সালে কার ১৮ টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩৮৭ রানের পাশাপাশি ২৯টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ২৫৭ রানের পাশাপাশি ১৪টি উইকেট আছে তার। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও এই অলরাউন্ডারের বড় ভূমিকা ছিল। ৬ ম্যাচে ১৩৫ রান ও ১৫ উইকেট নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়