শিরোনাম
◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লেজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে সাকিব-তামিম মুখোমুখি হতে পারে

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল আগেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। অন্যদিকে এখনও বিদায় না বললেও জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে সাকিব আল হাসানের। দেশসেরা এই অলরাউন্ডার খেলছেন না এবারের বিপিএলেও। তবে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া একটি লিগে একে-অপরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছেন সাকিব ও তামিম।

সোমবার লেজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে নিজের অংশগ্রহণের কথা জানান তামিম। আগামী ফেব্রুয়ারিতে ভারতের রায়পুরে শুরু হতে যাওয়া এই লিগে বিগ বয়েস উনিকারি দলের হয়ে খেলবেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। তার দলে আছেন ক্রিস গেইল, হার্শেল গিবস ও তিলকারতেœর মতো তারকারা। - অলআউট স্পোর্টস 
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার আগে গত ১০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো জাতীয় দলকে বিদায় জানান তামিম। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দলে ফিরলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি। এরপর ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার পর সাকিবের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি আরও খোলামেলাভাবে জনসম্মুখে আসে।

অন্যদিকে গত ৬ জানুয়ারি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় দুবাই জায়ান্টস। সাকিবের সঙ্গে এই দলে আছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলর, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথসহ আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাবেক ক্রিকেটাররা।

জাতীয় দলের হয়ে সবশেষ গত সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে নেমেছিলেন সাকিব। ভারতের মাটিতে সিরিজের শেষ টেস্টের দিয়ে শেষ হয় সাদা পোশাকে তার ক্যারিয়ার। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে তুলে রাখেন এই ফরম্যাটের জার্সি। গত আগস্টে দেশের রাজনীতির পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে আছেন তিনি। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ায় সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েন সাকিব।

আগামী ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে সাত দলের লেজেন্ডস নাইনটি ক্রিকেট লিগ। এর আগে গত বিপিএলের আসরে মুখোমুখি হয়েছিলেন তামিম ও সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়