শিরোনাম
◈ ‘সমন্বয়কদের শ্বশুর বাড়ির লোকদেরও দেখে নেবেন শেখ হাসিনা!’ (ভিডিও) ◈ রাজধানীবাসীর ঘুম হারাম করে দেব: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোনালাপ ফাঁস (ভিডিও) ◈ গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজীর ◈ ধানমন্ডি ৩২ ভাংচুর: ‘নির্মম পরিণতি’ বলে সোহেল তাজের কড়া সমালোচনা ◈ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের গুডবাই,  বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি ◈ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয়: এইচআরডব্লিউ ◈ আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেনো সরকার কে জানায়নি: গয়েশ্বর ◈ ‘আমরাই আমাদের পর্যটনশিল্প গড়ে তুলব’, ট্রাম্পকে গাজাবাসীর কড়া বার্তা ◈ বিপিএলের সেরা ক্রিকেটারের পুরষ্কার পেলেন মেহেদী হাসান মিরাজ ◈ ‘অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করল টিআইবি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১০:৫৯ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

ভারত ম্যাচের আগে অন্তত চার সপ্তাহ প্রস্তুতির জন্য চান হাভিয়ের কাবরেরা ছবি: বাফুফে

চুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।

কদিন আগে কাবরেরার সঙ্গে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চুক্তির পর আজই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন এই কোচ। আর সেখানেই বললেন ঘরোয়া লিগে ক্লাবগুলোর পারফর্ম এবং স্থানীয় খেলোয়াড়দের কথা, ‘স্থানীয় কোচিং স্টাফদের নিয়ে ঘরোয়ার ম্যাচগুলো আমরা অনুসরণ করেছি। হাসান ও মেহেদী (সহকারী কোচ) ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুসরণ করেছে। ঘরোয়া ম্যাচগুলো দেখে আমি বসুন্ধরা কিংস ও মোহামেডান, আবাহনী, এমনকি ফর্টিসের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। তারা যথেষ্ট ভালো করেছে।’

কাবরেরার সামনে এখন বড় চ্যালেঞ্জ মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে দারুণ কিছু করা। সেই লক্ষ্য নিয়েই সৌদিতে ক্যাম্প করবে বাংলাদেশ দল। তবে মূল ম্যাচের আগে অন্তত চার সপ্তাহ প্রস্তুতির জন্য চান এই স্প্যানিশ কোচ, ‘ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনো নিশ্চিত নই। তবে ফেব্রুয়ারিতে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলে এই বিষয়টি জানি না। সম্ভবত উইন্ডো যখন খুলবে (তখন সে আসবে)।’

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। প্রথম ম্যাচটা ভারতের শিলংয়ে হতে পারে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে সহজ হবে না। তাই সৌদিতে ক্যাম্প করলে সেটা দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন কাবরেরা, ‘হ্যাঁ, ক্যাম্প শুরু নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবের ক্যাম্প করার সর্বোচ্চ চেষ্টা করব, যেটা আমাদের জন্য অতীতে উপকারী ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়