শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর যেনো মুক্তবিহঙ্গ, বিপিএলে টানা অষ্টম জয়

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থেকে গেলো রংপুর রাইডার্স। মুক্তবিহঙ্গের মতো উড়তে থাকা এই দলটিকে কেউই যেনো মাটিতে নামাতে পারছে না। চলমান বিপিএলে টানা আট জয় তুলে নিয়েছে তারা। যার সবশেষটি চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ রানে, সেটাও আবার চিটাগংয়ের মাটিতে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানে থামে চিটাগংয়ের ইনিংস।

রংপুরকে এদিন ভালো শুরু এনে দিতে পারেননি তৌফিক খান তুষার। চিটাগংয়ের বোলারদের সামনে বেশ ভুগেছেন তিনি। ১০ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তুষার। আরেক ওপেনার স্টিভেন টেইলর পারেননি আক্রমণাত্মক ব্যাটিং করতে। শুরুতে ঠিকঠাক টাইমিং করতে পারছিলেন না তিনি। কিন্তু সময় যত গড়িয়েছে ততই নিজেকে গুছিয়ে নিয়েছিলেন টেইলর। ৩২ বলে ৩৯ রান করে থামেন রাইডার্স ওপেনার।

সাইফ হাসান পারেননি বড় ইনিংস খেলতে। ১৮ বলে ১৭ রান করে আলিস আল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ইফতেখার আহমেদ তেমন কিছুই করতে পারেননি। সোহান ফিরেছেন এক অঙ্কের ঘরে। ১০ বলে তার ব্যাট থেকে এসেছে ৮ রান।

তবে রংপুরের হয়ে এদিন ঝড় তুলেছিলেন খুশদিল শাহ। চিটাগংয়ের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন পাকিস্তানি এ অলরাউন্ডার। এদিন একের পর এক ছক্কা মেরেছেন খুশদিল। ২৮ বলে ৫৯ রানের ইনিংসটিতে ২টি বাউন্ডারির পাশাপাশি ৭টি ছক্কা মেরেছেন তিনি। এছাড়াও ১২ বলে ১৭ রানের ইনিংস খেলেছেন শেখ মাহেদী হাসান। তাতেই লড়াকু সংগ্রহ পায় রংপুর।

চিটাগংয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আলিস ও ওয়াসিম জুনিয়র। বিনুরা ফার্নান্দো এক উইকেট নিলেও ছিলেন বেশ কিপ্টে। চার ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন শ্রীলঙ্কার এ পেসার।

রান তাড়ায় প্রথম বলেই উসমান খানের উইকেট হারায় চিটাগং। তিনে আসা গ্রাহাম ক্লার্ককে নিয়ে শুরুর ধাক্কা বেশ ভালোভাবে সামাল দেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন তারা। ১৪ বলে ২টি করে বাউন্ডারি ও ছক্কায় ২৬ রান করা ইমনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন আকিফ জাভেদ। মোহাম্মদ মিঠুন তেমন কিছুই করতে পারেননি। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন কিংস অধিনায়ক। ক্লার্ক ফিরেছেন ২০ বলে ২৩ রান করে।

এরপর নাঈম ইসলামকে সাথে নিয়ে চেষ্টা করেছেন শামীম। কিন্তু পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাটিং করতে পারেননি নাঈম। একপ্রান্তে শামীম আক্রমণাত্মক ব্যাটিং করলেও নাঈম ছিলেন নিষ্প্রভ। ২৪ বলে ১৯ রানের ইনিংস খেলে কিংসের চাপ বাড়িয়েছেন তিনি। শামীমের ৩১ বলে ৩৮ রানের ইনিংস শুধু চিটাগংয়ের হারের ব্যবধানই কমাতে পেরেছে। রংপুরের হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন শিকার করেছেন আকিফ জাভেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়