শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারতে অস্ট্রেলিয়া বাড়তি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার দিনক্ষণ আগেই ঠিক করা ছিল। এবার চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দেশটির বিপক্ষে আরও একটি ওয়ানডে খেলবে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ১২ ও ১৪ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
এর আগে ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৬ থেকে ১০ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের ম্যাচ দুটি মাঠে গড়াবে। এই সিরিজের জন্য স্টিভেন স্মিথকে অধিনায়ক করে ইতোমধ্যেই টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা নয়জন ক্রিকেটারকে ছাড়া এই সিরিজ খেলতে নামবে তারা।

তবে পিতৃত্বকালীন ছুটিতে থাকা নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের ওয়ানডে দুটিতে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গোঁড়ালির চোট নিয়ে ভারতের বিপক্ষে চলতি মাসের শুরুতে শেষ হওয়া টেস্ট সিরিজে খেলেছিলেন ডানহাতি এই পেসার।

শ্রীলঙ্কা সফর শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া দল। সেখানে ২২ ফেব্রুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা (২৫ ফেব্রুয়ারি) ও আফগানিস্তানের (২৮ ফেব্রুয়ারি) বিপক্ষে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে আট বছর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়