শিরোনাম
◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 রোহিত শর্মা ফর্মের খোঁজে ঘরোয়া ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না । দেশের হয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের পর রান করতে যেন ভুলেই গেছেন ডানহাতি এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ছন্দ খুঁজে পেতে এবার নিজের শেকড়ে ফিরে গেছেন তিনি।
মঙ্গলবার রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরুর আগে মুম্বাইয়ের অনুশীলন ক্যাম্পে যোগ দেন রোহিত। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেন্টার উইকেটে দুই ঘণ্টা অনুশীলন করে পুরো দল। ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শুরুর আগে পুরো সপ্তাহ দলের অনুশীলন করার কথা রয়েছে।

তবে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে এই ম্যাচে রোহিতের খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। কিন্তু মুম্বাই দলের সঙ্গে নিজ আগ্রহে অনুশীলন শুরু করায় ভারতের প্রথম শ্রেণি ক্রিকেটের এই আসরে একটি অথবা দুটি ম্যাচে খেলতে পারেন রোহিত। - অলআউট স্পোর্টস

ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এমন সময় তার মুম্বাই দলের অনুশীলনে সঙ্গে যোগ দিলেন, যখন তার টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়েই অনেক বড় প্রশ্ন রয়েছে। বাজে ফর্মের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসের শুরুতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের একাদশ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩ টেস্টের ৫ ইনিংসে ব্যাটিং করে রোহিত রান করেন মাত্র ৩১। এর আগে ঘরের মাঠে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টে ১০ ইনিংসে ১৩ দশমিক ৩০ গড়ে করেন ১৩৩ রান।

মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে রোহিত সবশেষ মাঠে নামেন ২০১৫-১৬ মৌসুমে, উত্তর প্রদেশের বিপক্ষে। সেই ম্যাচে ১৪০ বলে ১১৩ রানের একটি ইনিংস খেলেন তিনি। আর ঘরোয়া ক্রিকেটে লাল বলের সবশেষ ম্যাচ খেলেন ২০১৬ দুলীপ ট্রফিতে, ভারত নীল দলের হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়