শিরোনাম
◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতি‌বেদক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের দল। অপর সেমিফাইনালে মোকাবেলা করবে ভারত ও মালদ্বীপ।

মালদ্বীপের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর ভূটানের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছিল মালদ্বীপ ও ভূটানের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর।

দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেও বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হয় গত মঙ্গলবারের ম্যাচ পর্যন্ত। মালদ্বীপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ভূটানকে অন্তত চার গোলের ব্যবধানে হারাতে হতো। কিন্তু ম্যাচটি ২-২ গোলে ড্র হলে গ্রুপ 'এ'-র শীর্ষে থেকেই সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

ফলে প্রথম সেমিফাইনালে ১৬ মে বাংলাদেশের প্রতিপক্ষ হবে গ্রুপ 'বি'-র রানার্সআপ নেপাল। গ্রুপ পর্বে ভারত তাদেরকে ৪-০ গোলে হারিয়েছিল। একই দিনে সেই ভারতই গ্রুপ 'বি'-র চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে মালদ্বীপের বিপক্ষে।

টুর্না‌মে‌ন্টের ফাইনাল  অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়