শিরোনাম
◈ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার ◈ রাজধানীতে ৯ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০২:০৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক নিরাপত্তা কর্মসূচি

ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা

আগামী অর্থবছর থেকে সরকার সংশোধিত তালিকা অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ করবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এতে নতুন সুবিধাভোগীদের যুক্ত করা হবে এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানা গেছে।

তারা বলছেন, ২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বাড়বে। এতে যোগ হবে নতুন কিছু উদ্যোগ, যেমন—বিধবা ও প্রতিবন্ধীদের জন্য আয় বৃদ্ধির প্রশিক্ষণ, ব্যবসা শুরুর জন্য স্টার্টআপ তহবিল এবং বৃদ্ধদের জন্য চালু করা হবে 'ওল্ড পার্সন ক্লাব'।

ভবিষ্যতে ভাতাভোগীরা শুধু নগদ বা বিকাশ নয়, যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা তুলতে পারবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন টিবিএসকে জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির নীতিমালা সংশোধন নিয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়, সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিআইডিএস ও বিশ্বব্যাংকের সঙ্গে দুটি বৈঠক হয়েছে। আলোচনার পর দ্রুতই সংশোধিত নীতিমালা চূড়ান্ত করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের প্রথম প্রান্তিক (অক্টোবর) শুরুর আগেই নতুন সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা হবে।

২০১৩ সালে সরকার বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য আলাদা নীতিমালা করে। 

বর্তমান নিয়ম অনুযায়ী, বয়স্ক ভাতা পাওয়ার জন্য বার্ষিক সর্বোচ্চ আয়সীমা ১০ হাজার টাকা, বিধবা ও অসহায় নারী ভাতার জন্য ১২ হাজার টাকা এবং প্রতিবন্ধী ভাতার জন্য মাথাপিছু আয়সীমা ৩৬ হাজার টাকা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ১২ বছরে দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। এ কারণে তালিকা হালনাগাদের প্রয়োজন দেখা দিয়েছে।

"অনেকের আয় বেড়েছে, অনেকে বয়স অনুযায়ী এখন যোগ্য হয়েছেন, আবার অনেক অযোগ্য ব্যক্তি রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হয়েছেন। সামগ্রিক বিবেচনায় তালিকা সংশোধন জরুরি হয়ে পড়েছে," বলেন তিনি।

কর্মকর্তারা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরে আরও এক লাখ নতুন বয়স্ক ব্যক্তিকে ভাতাভোগীর তালিকায় যুক্ত করার পরিকল্পনা করছে।

এছাড়া বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী ক্যাটাগরিতে আরও ১ লাখ ২৫ হাজার এবং প্রতিবন্ধী ক্যাটাগরিতে প্রায় ২ লাখ ১৬ হাজার নতুন সুবিধাভোগী অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা শ্রমিক সম্প্রদায় থেকে আরও ৮৭ হাজারের বেশি মানুষকে ভাতার আওতায় আনার কথা রয়েছে।

বর্তমানে ২৬টি মন্ত্রণালয়ের অধীনে ১৪০টি কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ২৭ ধরনের কর্মসূচি।

এই ২৭ কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ১ কোটি ৪২ লাখ মানুষ সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ৬০ লাখ মানুষ বয়স্ক ভাতা, ২৭ লাখ ৭৫ হাজার মানুষ বিধবা ও স্বামী পরিত্যক্তা ক্যাটাগরির ভাতা এবং ৩২ লাখ ৪৩ হাজার মানুষ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।

এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় আরও ২৭ লাখের বেশি মানুষ সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় দরিদ্র জনগোষ্ঠী, শিক্ষার্থী, কৃষক ও মৎস্যজীবীদের জন্য স্কুলভাতা, খাদ্য সহায়তা, কৃষি ভর্তুকি এবং কর্মসংস্থানমূলক কর্মসূচি পরিচালনা করছে।

অর্থনৈতিক কৌশল পুনর্গঠন সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৫৪ শতাংশ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবার এখনও সামাজিক নিরাপত্তার আওতার বাইরে। অন্যদিকে, বর্তমানে যারা এই সুবিধা পাচ্ছেন, তাদের ৬২ শতাংশ পরিবার প্রকৃতপক্ষে গরিবও নয়, ঝুঁকির মধ্যেও নেই।

নতুন সুবিধাভোগী অন্তর্ভুক্তির পরিকল্পনা

২০২৩-২৪ অর্থবছর থেকে সুবিধাভোগীর আবেদন অনলাইনে নেওয়া হচ্ছে। আবেদন যাচাইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। 

এখন পর্যন্ত ৩৫ লাখের বেশি আবেদনকারীর তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ইউনিয়ন ও উপজেলা কমিটির অনুমোদন নিয়ে নতুন সুবিধাভোগী চূড়ান্ত করা হবে। তবে তা সংশোধিত নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই কার্যকর হবে।

অযোগ্য সুবিধাভোগীদের যেভাবে বাদ দেওয়া হবে 

জাতীয় পরিচয়পত্রের নম্বরের মাধ্যমে সুবিধাভোগীদের তথ্য যাচাই করা হবে। দেখা হবে—কেউ একাধিক ভাতা নিচ্ছেন কিনা, পেনশন পাচ্ছেন কিনা, ব্যাংকে বড় অঙ্কের সঞ্চয় আছে কিনা বা জমির মালিক কিনা। যাদের তথ্যে অসঙ্গতি পাওয়া যাবে, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য সমাজসেবা অধিদপ্তরের ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা বার্ষিক আয়, বয়সসহ অন্তত ১০টি বিষয় যাচাই করবেন। সমাজসেবা অধিদপ্তর বর্তমানে ৫০ ধরনের তথ্য সংরক্ষণ করে।

গত ৬ অক্টোবর সচিবালয়ে ব্রিফিংয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ জানান, ইউনিসেফের এক জরিপে দেখা গেছে, তালিকাভুক্ত ৪৩ শতাংশ সুবিধাভোগী প্রকৃতপক্ষে যোগ্য নন।

বয়স্কদের জন্য ক্লাব ও আয় বৃদ্ধির উদ্যোগ

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটাবে। এই উত্তরণকে সহায়ক করতে সরকার বিশ্বব্যাংকের সহযোগিতায় সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প নিচ্ছে। আগামী জুন থেকে শুরু হতে যাওয়া এ প্রকল্পে বিশ্বব্যাংক ৭৫ মিলিয়ন ডলার দেবে।

প্রকল্পের আওতায় বিধবা ও প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ এবং ৫০ হাজার টাকা করে স্টার্টআপ তহবিল দেওয়া হবে। পাশাপাশি, মহল্লায় মহল্লায় বয়স্কদের জন্য 'ওল্ড পারসন ক্লাব' স্থাপন করা হবে, যেখানে তারা সংবাদপত্র পড়া, খেলাধুলা এবং স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন।

সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, "উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের পাশাপাশি আমাদের সামাজিক উন্নয়নও নিশ্চিত করতে হবে। এ প্রকল্প সে লক্ষ্যে নেওয়া হয়েছে।"

যেকোনো এমএফএস অ্যাকাউন্টে ভাতা

আগামীতে ভাতা পাওয়া যাবে যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে। এতদিন শুধুমাত্র নগদ ও বিকাশের মাধ্যমে ভাতা দেওয়া হতো। এখন অন্যান্য এমএফএস অ্যাকাউন্টেও সুবিধাভোগীরা ভাতা তুলতে পারবেন।

সমাজকল্যাণ সচিব জানান, "সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" 

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নগদের ব্যবস্থাপনায় সংকট এবং ইসলামী ব্যাংকের অনুরোধের পরি প্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়