শিরোনাম
◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হলো আইপিএল

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের সূচিতে পরিবর্তন এনেছে। এক সপ্তাহ পিছিয়েছে আইপিএল। ১৪ মার্চের পরিবর্তে জমজমাট ফ্যাঞ্চাইজিটি শুরু হবে ২১ মার্চ। আইপিএলের ১৮তম আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, রোববার (১২ জানুয়ারি) রাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিসিআইয়ের বিশেষ মিটিং শেষে এমনটাই জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আগামী ৯ মার্চ ফাইনালের মাধ্যমে শেষ হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। মূলত এই টুর্নামেন্টের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ধারণা করা হচ্ছিল, এবারের আসরে ম্যাচ সংখ্যা বাড়ানো হবে। তবে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত তিন বছরের মতো এবারও ম্যাচ অনুষ্ঠিত হবে ৭৪টি।

সর্বশেষ আসরের শিরোপাজয়ীদের মাঠেই উদ্বোধনী ম্যাচ হওয়ার রীতি আছে আইপিএলে। যে কারণে এবারও চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা ইডেন গার্ডেনে। গত আসরের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধি স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়