শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিটন-তামিমের রেকর্ড জুটি, বিপিএলে রেকর্ড স্কোর ঢাকা ক্যাপিটালসের

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজই দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি লিটন দাসের। আর এই দিনেই লিটন খেললেন দুর্দান্ত এক ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালালেন ডানহাতি এই ব্যাটার। অপর প্রান্তে তানজিদ তামিমও কম না, তিনিও পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের পাতা যেন ওলট-পালট করে দিলেন লিটন-তানজিদ। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটাও করে ফেললো ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। বিপিএল ইতিহাসে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। ৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত কোনও জয়ের দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। স্বাভাবিকভাবেই জয়ের জন্য মরিয়া রাজধানীর এই দলটি। নিজেদের সপ্তম ম্যাচে এসে যেন জ্বলে ওঠলো তারা। আগে ব্যাট করে রাজশাহীর সামনে ২৫৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ঢাকা। 

 রোববার (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সেই লিটনই আজ রাজশাহীর বিপক্ষে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মাত্র ৪৪ বলেই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন লিটন। বিপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম সেঞ্চুরি।    
 
 লিটন জবাবটা দিয়েছেন অবশ্য ব্যাট হাতে। যেদিন বাদ পড়লেন, সেদিনই খেললেন একশ ছাড়ানো এক দুর্দান্ত ইনিংস। অভিজ্ঞ এই ক্রিকেটার যে যেকোনও সময় জ্বলে ওঠতে পারেন তার আরও একটা প্রমাণ এটি। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন।  
 
শুধু তাই নয়, বিপিএলের ইতিহাসে যে কোনও উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন লিটন ও তানজিদ হাসান তামিম। এর আগের রেকর্ড ছিল গেইল ও ম্যাককালামের। ২০১৭ সালে রংপুরের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০১ রানের জুটি গড়েছিলেন গেইল-ম্যাককালাম।  
 
 আরেক প্রান্তে তানজিদ হাসান তামিমও খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। লিটনের পর ৬২ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। যা চলতি বিপিএলে পঞ্চম সেঞ্চুরি। তবে ইনিংসের তিন বল বাকি থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। ৬৪ বলে ১০৮ রান করে শফিউলের বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। এরপর উইকেটে এসেই দারুণ এক ছক্কা হাঁকান সাব্বির রহমান। ২ বলে ৭ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়