শিরোনাম
◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০১:৫৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে লিটন দাস বাদ, চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

পাকিস্তানের আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। গুঞ্জনকে সত্যি করে ১৫ সদস্যের ঘোষিত এই দলে রাখা হয়নি অভিজ্ঞ ওপেনার লিটন দাসকে। এছাড়া জল্পনা-কল্পনায় জল ঢেলে রাখা হয়নি সাকিব আল হাসানকেও। টুর্নামেন্টে যথারীতি অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রাথমিক দল ঘোষণার জন্য ১২ জানুয়ারিকে শেষ সময়সীমা বলে আগেই ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন এই টুর্নামেন্টটির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টপ অর্ডারে অধিনায়ক শান্তর সঙ্গে আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের শক্তির জায়গা মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক।

স্পিন বিভাগে মিরাজের নেতৃত্বে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। বিপদে কাজ চালাতে পারবেন মাহমুদউল্লাহ-রিয়াদরাও। পেস আক্রমণে জায়গা হয়নি শরিফুল হাসান ও হাসান মাহমুদের। তাসকিন আহমেদের নেতৃত্বে এই বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। ব্যাট করতে পারার দক্ষতা এগিয়ে রেখেছে তানজিমকে। 

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে তামিম অবসরের ঘোষণা দিয়েছেন গত পরশু-ই। তবে সাকিবের খেলা- না খেলা নিয়ে ছিল দোলাচল। তবে গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পর দলে থাকার দৌঁড়ে অনেকটাই পিছিয়ে যান সাকিব। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে দলে রাখার ঝুঁকি নেয়নি বিসিবি। 

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। যেখানে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ২০১৭ সালের পর এই প্রথম হতে যাওয়া টুর্নামেন্টটির গ্রুপ ‘এ’-তে আছে, পাকিস্তান (বর্তমান চ্যাম্পিয়ন), ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে লড়বে অস্ট্রেলিয়া (বিশ্বকাপ চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। টুর্নামেন্টটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড পদ্ধতিতে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়