শিরোনাম
◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্ট ডিলিট করো, সমস্যা হবে- ফরচুন বরিশালকে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান। মায়ার্সকে রংপুর অধিনায়ক সোহান প্রথম বলে মারলেন ছক্কা,পরের দুই বলে চার। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। আজকের পত্রিকা

এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন, তখন রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।

এবারের বিপিএলে দ্ইুবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!

  • সর্বশেষ
  • জনপ্রিয়