শিরোনাম
◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:৫২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান আগেই ফলো-অনে পড়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলো। ছিল ইনিংস হারের শঙ্কাও। তবে শান মাসুদ ও বাবর আজমের গড়ে দেওয়া ভিতে সেই শঙ্কা কাটায় তারা। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ১০ উইকেটে ম্যাচ জিতে টেস্ট সিরিজে সফররতদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা।

সোমবার (৬ জানুয়ারি) কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন পাকিস্তানের দেওয়ার ৫৮ রানের লক্ষ্য ৪৩ বলে টপকে যায় প্রোটিয়ারা। স্বাগতিকদের রান পাহাড়ে চাপা পড়ে প্রথম ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান ফলো-অনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে করে ৪৭৮ রান। - অলআউট স্পোর্টস

পুরো ম্যাচে পাকিস্তান লড়াই করতে পেরেছে কেবল দ্বিতীয় ইনিংসেই। আগের দিন মাসুদ ও বাবরের ২০৫ রানের উদ্বোধনী জুটিতে ইনিংস হার এড়ানোর সম্ভাবনা জাগায় তারা। বাজে সময়কে পেছনে ফেলে বাবর প্রথম ইনিংসের পর এই ইনিংসেও তুলে নেন ফিফটি। ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু ৮১ রানে থামতে হয়ে ডানহাতি এই ব্যাটারকে। তাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মার্কো ইয়েনসেন।

১ উইকেটে ২১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা পাকিস্তান দশম ওভারে হারায় নাইটওয়াচম্যান খুররাম শেহজাদের উইকেট। কামরান গুলামও টেকেননি বেশিক্ষণ। তবে সৌদ শাকিলকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়ে দলকে টেনে নিতে থাকেন তৃতীয় দিন সেঞ্চুরি তুলে নেওয়া মাসুদ। কিন্তু চার বলের ভেতর দৃশ্যপট আবার বদলে দেন প্রোটিয়া বোলাররা। ৩২৯ রানেই তুলে নেন এই দুই ব্যাটারের উইকেট।

১৪৫ রান করে অধিনায়ক মাসুদ যখন ফেরেন তখনও পাকিস্তান পিছিয়ে ছিল ৯২ রানে, হাতে ছিল ৫ উইকেট। তবে ষষ্ঠ উইকেটে মোহম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার ৮৮ রানের জুটিতে ইনিংস হারের লজ্জা এড়ানোর একদম কাছে পৌঁছায় তারা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তারা ৫৭ রানের লিড পায়। প্রথম দিনই গোড়ালির গাঁটে চোট পাওয়ায় দুই ইনিংসেই ব্যাটিংয়ে নামেননি সাইম আইয়ুব।

ছোট লক্ষ্য তাড়ায় ডেভিড বেডিংহ্যাম ও এইডেন মারক্রামের ব্যাটে জয় পেতে অসুবিধা হয়নি দক্ষিণ আফ্রিকার। টি-টুয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৩০ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন বেডিংহ্যাম। মারক্রাম অপরাজিত থাকেন ১৪ রান। এর আগে রায়ান রিকেলটনের ২৫৯, অধিনায়ক টেম্বা বাভুমার ১০৬ ও কাইল ভেরেইনার ১০০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৬১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়