শিরোনাম
◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৃঙ্খলা ভঙের কারণে ঢাকার একাদশ থেকে বাদ পড়লেন সাব্বির রহমান

স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গ করে বিপিএলের মতো টুর্নামেন্টে একাদশে জায়গা হারালেন সাব্বির রহমান। এবারের বিপিএলে তাকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। কিন্তু প্রথম তিন ম্যাচে তাকে একাদশে দেখা যায়নি। যেখানে মান ও অভিজ্ঞতার দিক থেকে তার চেয়ে পিছিয়ে থাকা ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন। স্বাভাবিকভাবেই তার না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) দলের কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন কেন, কী কারণে একাদশে রাখা হয়নি সাব্বিরকে। মূলত ম্যাচের আগের দিন কাউকে না জানিয়ে অনুশীলনে আসেননি এই ব্যাটার।- ডেইলি ক্রিকেট
সুজন যেমনটা বলছিলেন, হ্যাঁ ট্রেনিংয়ে সাব্বির অনুপুস্থিত ছিলো। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে প্র্যাকটিসেই আসেনি সে। যার জন্য এটা (তার না খেলা) বলতে পারেন ডিসিপ্লিন ভঙের কারণেই তাকে খেলানো হয়নি। বিশেষ করে তৃতীয় ম্যাচটা তাকে খেলানো হয়নি সে প্র্যাকটিসে আসে নাই এ জন্য। তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু সবমিলিয়ে। 

সাব্বির ভালো প্লেয়ার আমি বিশ্বাস করি। আশা করি কালকের ম্যাচ থেকে আমরা তাকে খেলাতে পারবো। সে অভিজ্ঞ, ওর মতো একজন আমাদের দরকার মিডলে। আমি জিনিসটা সহজেই পাবলিকলি বললাম। কারণ একটা দূরত্ব থেকে যেতো কেন আমি খেলাচ্ছি না। এ জন্যই আমি কারণটা জানিয়ে দিলাম। ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে কেন খেলেনি।

এতো বছরের ক্যারিয়ার, নিজের শুরুর জীবনের ভুল পেছনে ফেলে শুধরে যাওয়ার কথা। অথচ সাব্বির এই পর্যায়ের ক্রিকেটে এসেও কিনা বিনা নোটিশে মিস করেন অনুশীলন। 

এ প্রসঙ্গে সুজন আরও যোগ করেন, অনুশীলনে না-ই আসতে পারে। অনেক প্লেয়ার আছে ম্যাচের আগের দিন অনুশীলন করে না। আমি যেটা চাই আমার প্রত্যেকটা প্লেয়ার ট্রেনিং করুক বা না করুক ড্রেসিংরুমে থাকবে। এমন না যে ব্যাটিং বোলিং করতেই হবে। আমি সাব্বিরকে এটাই বুঝিয়েছি। 

১ জানুয়ারি ট্রেনিংয়ে আমরা কেউই জানতাম না কেন সে আসেনি। ডিসিপ্লিনারি ইস্যু এ জন্যই বললাম যদি কেউ জানিয়ে যায় তাহলে এটা ইস্যু না। যেহেতু আমি জানি না, আমার ম্যানেজার জানে না কেউ জানে না এটা সিরিয়াস ইস্যু। আমি যখন মাঠে গিয়ে তাকে খুঁজি পাই না... তবে নিজের ভুল বুঝতে পেরেছেন সাব্বির জানিয়ে ঢাকা ক্যাপিটালস কোচ সুজন বলেন, ওর সাথে আমার কথা হয়েছে। সে বলেছে, 'সুজন ভাই আমার ভুল হয়েছে, আপনি রাগ কইরেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়