শিরোনাম
◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও) ◈ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া আমাদের নিয়ে ভয়ে থাকবে: অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ। কিন্তু তা নিয়ে যেন মোটেও চিন্তিত নন অধিনায়ক সুমাইয়া আক্তার। তার মতে, বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে পড়ায় ভয়ে থাকবে অস্ট্রেলিয়ার মেয়েরা।

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ‘ডি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলার মেয়েরা। সে উদ্দেশে বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশ। এরপর সেখান থেকে যাবে মালয়েশিয়ায়।

দেশ ছাড়ার আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফিশিয়াল ফটোসেশনে অংশ নেয় মেয়েরা। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা তুলে ধরেন অধিনায়ক সুমাইয়া।

আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারিৃ আমি জানি আমার দলের শক্তির জায়গা কীৃআমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে। ভালো করার পথে বড় বাধা হতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু তা নিয়ে একদমই ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক।

অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেললে আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়ে,েছ সুমাইয়ার এমন আত্মবিশ্বাসের কারণ হয়তো গতবারের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতেই সুপার সিক্সে উঠেছিল দল। কিন্তু শেষ পর্যন্ত রান রেটের কারণে তারা সেমি-ফাইনালে খেলতে পারেনি। টুর্নামেন্টের প্রথম দিনই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়