শিরোনাম
◈ সুপেয় পানি ও স্যানিটেশনে ৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ◈ কমিশন বাড়ানোসহ ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের ◈ ভর্তুকির পরও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা! ◈ তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী! ◈ নাহিদ রানা ও রিশাদ পা‌কিস্তান থে‌কে দে‌শে ফির‌লেন ◈ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ ◈ ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি ◈ ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান ◈ শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার ◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১৬ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা হেরেই গেলো

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। তাতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো কিউইরা। অথচ নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ ওভারে ১২০ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেই দলটিই কিনা বাকি সাত ওভারে তুলতে পেরেছে মাত্র ৪৪ রান। ৬০ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৯০ রান করে ফিরেছেন পাথুম নিশাঙ্কা। ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৬ রান করে ফিরেছেন কুশল মেন্ডিস।

শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে লঙ্কানরা।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন জ্যাকব ডাফি। ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও জাকারি ফকস।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ৪২ বলে ৬২ রান করেছেন ড্যারিল মিচেল। ৩৩ বলে ৫৯ রান করেছেন মাইকেল ব্রাসওয়েল। এছাড়াও দুই অঙ্কের ঘরে রান করেছেন টিম রবিনসন ও মার্ক চ্যাপম্যান।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো ও মাহিশ থিকসানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়