শিরোনাম
◈ সুপেয় পানি ও স্যানিটেশনে ৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ◈ কমিশন বাড়ানোসহ ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের ◈ ভর্তুকির পরও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা! ◈ তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী! ◈ নাহিদ রানা ও রিশাদ পা‌কিস্তান থে‌কে দে‌শে ফির‌লেন ◈ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ ◈ ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি ◈ ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান ◈ শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার ◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ান কনস্টাসকে ধাক্কা মারার খেসারত দিলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় বিরাট কোহলি পেয়েছেন কড়া শাস্তি। জরিমানার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি।

তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ভারতীয় তারকার শাস্তির কথা জানিয়ে বলছে, কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় কোহলি ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। ম্যাচে শারিরীক ভাষা ঠিক রাখার জন্য কিছু ক্রিকেটীয় রীতি আছে। আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

আইসিসির নিয়মে বলা হয়েছে, ‘ক্রিকেটে যেকোনো ধরনের শারিরীক আঘাত অনুপযুক্ত। যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃত, বেপরোয়া কিংবা উদাসীনভাবেও প্রতিপক্ষ ক্রিকেটার বা আম্পায়ারের দিকে তেড়ে, দৌড়ে যায় কিংবা কাঁধ দিয়ে ধাক্কা দেয় তাহলে সেটি সিওসি নীতিমালা ভঙ্গ করে।

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসের দশম ওভারের সময় ঘটে ঘটনাটি। ওভার শেষে পিচের পাশ দিয়ে হাঁটার সময় কনস্টাসের কাঁধে ধাক্কা লাগে কোহলির। এরপর দুজনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায়। এই সময়ে উসমান খাজা এসে দুজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ক্রিকেট মাঠে এ ধরণের ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন কনস্টাস।

চ্যানেল সেভেনকে কনস্টাস বলেন, আমার মনে হয় দুজনেরই আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি বুঝতে পারিনি, গ্লাভস ঠিক করছিলাম। এরপর দেখি কাঁধে ধাক্কা লেগেছে। কিন্তু ক্রিকেটে এমন হয়ই।

ঘটনার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি বর্ণনা দিচ্ছিলেন এভাবে, বিরাটের হাঁটার দিকে তাকান। বিরাট তার ডান দিক থেকে পুরো পিচ হেঁটে এসেছে এবং ঝামেলাটার ব্যাপারে প্ররোচনা যুগিয়েছে। আমার এ ব্যাপারে তেমন সন্দেহ নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়