শিরোনাম
◈ সুপেয় পানি ও স্যানিটেশনে ৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ◈ কমিশন বাড়ানোসহ ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের ◈ ভর্তুকির পরও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা! ◈ তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী! ◈ নাহিদ রানা ও রিশাদ পা‌কিস্তান থে‌কে দে‌শে ফির‌লেন ◈ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ ◈ ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি ◈ ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান ◈ শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার ◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে থাকছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : অবাক হওয়ার কিছু নেই, সত্যিই বোর্ডার-গাভাস্কার ট্রফিতে থাকছে বাংলাদেশ। তবে ক্রিকেটাররা খেলবেন না, এই সিরিজে বাংলাদেশের হয়ে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ দুই টেস্টে থাকবেন তিনি। - ডেইলি ক্রিকেট 

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বক্সিং ডে’তে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। এরপর ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে দল দুটি। সেই ম্যাচে এই সৈকত থাকবেন অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন সৈকত। সেখানে বাংলাদেশের এ আম্পায়ার করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। বেশ কিছু সঠিক সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট প্রেমীদের আলোচনায় সৈকত। এবার আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার পরর থেকেই বড় বড় দলগুলোর খেল পরিচালনা করার সুযোগ পাচ্ছেন সৈকত। আর সুযোগগুলোকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন বাংলাদেশের এ আম্পায়ার।

এদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠার সমীকরণ কঠিন করে ফেলেছে ভারত। ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু প্রথম দুই ম্যাচে হারের পর বৃষ্টিভাগ্যে ড্র করা ভারত শেষ দুই টেস্টে পয়েন্ট হারালে ফাইনালে খেলতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়