শিরোনাম
◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা ◈ ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ ◈ বাজারে আস‌তে শুরু ক‌রে‌ছে কালীপুরের রসালো লিচু ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট বিভাগের টানা তৃতীয় হার

স্পোর্টস ডেস্ক: সিলেট বিভাগ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচেই হারলো দলটি। তৃতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে তারা ৫ উইকেটে হেরেছে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২০ রান করে সিলেট। সেই লক্ষ্য ২৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রংপুর।

রংপুর এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে। এই ম্যাচে রংপুরের জয়ের নায়ক নাইম ইসলাম। বাংলাদেশের এক সময়ের তারকা এই ব্যাটার ৩৫ বলে ৫০ রানের ইনিংসে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন শেষদিকে ১২ বলে ২৯ রানের ক্যামিও খেলে রংপুরের জয়ে বড় অবদান রেখেছেন।- ক্রিকফ্রেঞ্জি

অধিনায়ক আকবর আলী ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে ইবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। আর একটি করে উইকেট গেছে তোফায়েল আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব ও রাহাতুল ফেরদৌস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২৯ রান পায় সিলেট। তৌফিক খান তুষার ১২ রান করে ফিরলেও জিসান আলম করেন ৩১ রান। এই দুই ব্যাটার ফেরার পরই বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় পঞ্চাশের আগেই তারা আরও দুই উইকেট হারায়।

এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন তোফায়েল আহমেদ। তিনি একাই ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। সিলেটের আর কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। এর ফলে তাদের সংগ্রহ বড় হয়নি। রংপুরের হয়ে আরিফ আহমেদ ও এনামুল হক নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়