শিরোনাম
◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও) ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৮ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের ৪০০ টেস্ট জয়ের মাইলফল 

স্পোর্টস ডেস্ক: আগের দিনই ম্যাচের ভাগ্য ব্যাটারদের আগ্রাসনে অনেকটাই ঠিক করে রেখেছিল ইংল্যান্ড। তৃতীয় দিন সকালে জো রুটের সেঞ্চুরির পর তারা ইনিংস ঘোষণা করলে পাহাড়সম লক্ষ্য পায় নিউজিল্যান্ড। পেসারদের দাপটে সহজেই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে ইংলিশরা। দ্বিতীয় দল হিসেবে টেস্টে ৪০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছে তারা। একই সঙ্গে প্রায় ১৭ বছর পর নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বেন স্টোকসের দল।

রোববার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন নিউ জিল্যান্ডকে ৩২৩ রানে হারায় ইংল্যান্ড। ৫৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা অলআউট হয় ২৫৯ রানে। এর আগে রুটের ৩৬তম সেঞ্চুরির পর ৬ উইকেটে ৪২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা।- অলআউট স্পোর্টস

নিজেদের ১ হাজার ৮২তম টেস্টে এসে ৪০০তম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। সবার আগে এই মাইলফলক স্পর্শ করে অস্ট্রেলিয়া। ২০২২ সালের জুনে শ্রীলঙ্কাকে হারিয়ে এই কীর্তি গড়েছিল তারা। ৮৬৮ টেস্টে এখন পর্যন্ত তাদের জয় ৪১৫টি।

অন্যদিকে ২০০৮ সালের মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ জেতা ইংল্যান্ড এবারের সফরের আগে দেশটিতে চারটি টেস্ট সিরিজের কোনোটিতে জিততে পারেনি। সেবার তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল মাইকেল ভনের দল।

বেসিন রিজার্ভে ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা ব্যাট করে ৬ ওভার ৩ বল। ৭৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা রুট সেঞ্চুরি তুলে নেন ১২৭ বলে। উইল ও’রোর্ককে রিভার্স-র‌্যাম্প শটে চার মেরে রাহুল দ্রাবিড়ের পাশে নাম লেখান এই ইংলিশ তারকা ব্যাটার। ৩৬ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ শতকের মালিক এই দুই ক্রিকেটার।

১০৬ রান করে রুট আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন স্টোকস। সে সময় ইংলিশ অধিনায়ক অপরাজিত ছিলেন ৪৯ রানে।

রান তাড়ায় শুরুতেই ডেভন কনওয়ে (০) ও কেইন উইলিয়ামসনের (৪) উইকেট তুলে নেন ক্রিস ওকস। টম ল্যাথাম কিছুটা প্রতিরোধ গড়লেও ব্রাইডন কার্সের দারুণ এক ফিরতি ক্যাচে ফেরেন ব্যক্তিগত ২৪ রানে।

রাচিন রবীন্দ্রও (৬) দ্রুত ফিরলে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা। এরপর ক্রিজে এসেই পাল্টা আক্রমণ শুরু করেন টম ব্লান্ডেল। তাকে কিছুটা সময় সঙ্গ দেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি।

৩২ রান করা মিচেলকে ফেরান প্রথম ইনিংসে হ্যাটট্রিক করা গাস অ্যাটকিনসন। আর ১৬ রান করা ফিলিপসকে বোল্ড করেন শোয়েব বশির। এর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৯৬ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ব্লান্ডেল। শেষ পর্যন্ত ১০২ বলে ১৩ চার ও ৫ ছক্কায় এই উইকেটকিপার-ব্যাটার থামেন ১১৫ রানে।

প্রথম ইনিংসে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দুর্দান্ত শতক হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচ সেরা। আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে হ্যামিলটনে মাঠে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়