শিরোনাম
◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৬ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত, হারলো ১০ উইকেটে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার পেসারদের তোপে আগের দিনই ৫ উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। তৃতীয় দিন সকালে প্যাট কামিন্সের তা-ব এক সেশনেই ম্যাচ শেষ করল স্বাগতিকরা। ১০ উইকেটে ম্যাচ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।

রোববার অ্যাডিলেইডে তৃতীয় দিন দুপুরে ভারতের ইনিংসের স্থায়িত্ব ছিল ১২ ওভার ৫ বল। কামিন্স-স্টার্কদের পেস তোপে ইনিংস হারের শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত নিতিশ কুমার রেড্ডির ব্যাটে তা এড়ায় সফরকারীরা। ৪৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয় ১৭৫ রানে। ১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। - অলআউট স্পোর্টস

দুই ইনিংস মিলিয়ে তিন অজি পেসার স্টার্ক, কামিন্স ও স্কট বোল্যান্ড প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেন। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৪১ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ট্র্যাভিস হেড।

বলের হিসেবে টেস্টে অস্ট্রেলিয়া-ভারতের মুখোমুখি লড়াইয়ে এই ম্যাচে সবচেয়ে কম বল খেলা হয়েছে। তৃতীয় দিনের প্রথম সেশনে শেষ হওয়া দিবা-রাত্রির এই ম্যাচে মোট খেলা হয়েছে ১ হাজার ৩১ বলের। গত বছর দু’দলের মধ্যকার ইন্দোর টেস্টে ১ হাজার ১৩৫ বলের খেলা হয়েছিল।

৬ উইকেটে ১২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত প্রথম ওভারে হারায় রিশাভ পান্তের উইকেট। স্টার্কের বলে ২৮ রান করা এই ব্যাটার স্লিপে থাকা স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেন। এরপর নিতিশকে আর কোনো ব্যাটার সঙ্গ দিতে পারেননি। একে একে টেইলএন্ডারদের উইকেট তুলে নেন কামিন্স। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করা নিতিশকে ফিরিয়ে ক্যারিয়ারের ১৩তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন কামিন্স।

মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে রোহিত শর্মার দলকে গুটিয়ে দেন বোল্যান্ড। ডানহাতি এই পেসারের ইনিংসে শিকার ৩ উইকেট। রান তাড়ায় কোনো বিপদ ছাড়াই দলকে ম্যাচ জেতান ন্যাথান ম্যাকসুয়েনি ও উসমান খাজা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দেন স্টার্ক। বাঁহাতি এই পেসারের ক্যারিয়ার সেরা ৪৮ রানে ৬ উইকেট শিকারে সফরকারীদের ১৮০ রানে গুটিয়ে দেয় অজিরা।

জবাবে হেডের বিধ্বংসী সেঞ্চুরি ও মারনাস লাবুশেনের ৬৪ রানের সুবাদে ৩৩৭ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে লিড পায় ১৫৭ রানের। আগামী শনিবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দু’দল। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়