শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েলিংটন টেস্ট: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের পক্ষে প্রায় অসম্ভব ইংল্যান্ডের রান পাহাড় টপকানো। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে রীতিমতো দাপট দেখিয়েছে সফরকারী ইংল্যান্ড। বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে দিনশেষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ রানে। এতেই চালকের আসনে ইংলিশরা। এর আগে দিনের শুরুতে হ্যাটট্রিক করে চমক দেখান ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে এটিই প্রথম টেস্ট হ্যাটট্রিক।

আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে স্বাগতিক নিউজিল্যান্ড। মাত্র ১০ ওভারের মধ্যে তারা ১২৫ রানে অলআউট হয়ে যায় তারা। ব্রাইডন কার্স প্রথমে টম ব্লান্ডেলকে আউট করেন, এরপর পরের ওভারে উইলিয়াম ও’রুর্কিকে এলবিডব্লিউ করেন। গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ কিছু রান যোগ করলেও, অ্যাটকিনসনের হ্যাটট্রিকে ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। দুই ইংলিশ বোলার অ্যাটকিনসন ও কার্স উভয়ই পান ৪টি করে উইকেট।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৫ রানের লিড নিয়ে। জ্যাক ক্রলি দ্রুত আউট হলেও বেথেল-ডাকেট নিউজিল্যান্ডের বোলারদের ভোগাতে থাকেন। নার্ভাস নাইন্টিনে সাজঘরে ফেরেন দুজনেই। ডাকেটের ৯২ রানের সাথে বেথেলের ব্যাটে আসে ৯৬ রানের ইনিংস।

দিনের শেষ ভাগে জো রুট ও হ্যারি ব্রুক (৫৫) আরও একবার নিউজিল্যান্ডের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান। রুট ৭৩ রানে অপরাজিত থাকেন, তার ৩৬তম টেস্ট শতক তুলে নেওয়ার সম্ভাবনা রেখে। ব্রুকও গতিতে রান করেন, যা ইংল্যান্ডের লিড আরও বাড়িয়ে দেয়। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান করে সফরকারীরা। রুটের সঙ্গে ৩৫ রানে ক্রিজে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়