শিরোনাম
◈ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট জারি’ (ভিডিও) ◈ সৌদি আরব কর্মী ভিসায় যেতে লাগবে না মেনিনজাইটিসের টিকা ◈ সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল ◈ আবারও সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা ◈ চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি ◈ তিন ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে শাকিবের ঢাকার, অন্য দলের সামনে কী সমীকরণ জেনে নিন ◈ শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ◈ হাসিনার পতনের পর বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা ◈ ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার ◈ ৩ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ে পয়োবর্জ্য শোধনাগার ব্যর্থতায় রূপ নিতে চলেছে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজ জিততে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের বিরুদ্ধে জয়ের ধারাবাকিতা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে রোববার (৮ ডিসেম্বর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মোকাবিলা করবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে টাইগাররা। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

টেস্ট সিরিজ দিয়ে এাবরের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

তবে পরিসংখ্যান অনুযায়ী ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। সর্বশেষ চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। দু’টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং দু’টি ঘরের মাঠে। এরমধ্যে শেষ দুই সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে এবং ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো টাইগাররা।

সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিলো ক্যারিবীয়রা। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের।

এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৪৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-য়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ২১টি করে ম্যাচ জিতেছে দু’দল। বাকি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। এবার সিরিজের প্রথম ম্যাচটি দু’দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ জিতলেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাবে বিজয়ী দল।

জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড ছাড়া টেস্ট দলগুলোর কারো বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে  জয়ের দিক এগিয়ে নেই বাংলাদেশ। আগামীকালের ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই শেষ ওয়ানডে সিরিজ টাইগারদের। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের সেরা দল খুঁজে বের করার চেষ্টা করবে তারা।

দলের প্রথম সারির কিছু খেলোয়াড়দের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে টেস্ট সিরিজ সমতায় শেষ করায় উজ্জীবিত বাংলাদেশ। তাই পছন্দের ওয়ানডে ফরম্যাটে ভালো পারফরমেন্স করতে আত্মবিশ্বাসী টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়