শিরোনাম
◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: দুই বিমান ঘাঁটি ধ্বংস ◈ ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান! ◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রনির সেঞ্চুরি বিফলে গেলো, বরিশালের কাছে ঢাকা হারলো বড় ব্যবধানে 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে বরিশালের বিরুদ্ধে খেলতে নেমে হালে পানি পেলো না ঢাকা বিভাগ। খেলার চতুর্থ দিন শেষে বরিশাল ১২২ রানে বড় ব্যবধানে ঢাকা বিভাগকে হারিয়েছে। ২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রুয়েল মিয়ার তোপে মাত্র ৯৮ রানেই অলআউট হয় ঢাকা। বরিশালের হয়ে ২৮ রান খরচায় ছয় উইকেট নেন এই পেসার।

পাঁচ উইকেটে ২০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। বাকি ৩৪ রান তুলতেই অবশিষ্ট পাঁচটি উইকেট হারায় তারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মঈন খান ও রুয়েলকে বোল্ড করে বিদায় করেন সালাহউদ্দিন শাকিল। মঈন ৪০ এবং রুয়েল ১ রানে বিদায় নেন। এই দুই উইকেটের মাঝে সোহাগ গাজীকে শূন্য রানে বিদায় করেন সুমন খান। বরিশালের শেষ দুটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৪১ রানে থামে বরিশালের ইনিংস।

২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভারে শুধু জিশান আলমের উইকেট হারায় ঢাকা। কিন্তু ১১তম ওভার থেকে বিশ ওভারের মধ্যে আরও চার উইকেট। শেষ পাঁচটি উইকেট হারায় ৩৮.২ ওভারের মধ্যে। ঢাকার ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ব্যস্ত রাখেন রুয়েল। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করা রনি তালুকদারকে বোল্ড করে বিদায় করেন তিনি। রানের খাতা খোলার আগে সেই ওভারে আহরার আমিন পাইনকেও বিদায় করেন তিনি।

রুয়েলের সঙ্গে পাল্লা দিয়ে যোগ দেন মোজাম্মেল হাসান শাকিলও। শেষ পর্যন্ত ৯৮ রানে অলআউট হয় দলটি। ২১ রান আসে আরিফুল ইসলাম। ১৭ রান করেন তাইবুর রহমান। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কেউই। প্রথম ইনিংসে ২৮৯ রান করে বরিশাল, জবাবে রনি তালুকদারের সেঞ্চুরিতে ৩১০ রান করে ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়