শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার সুযোগ হারালেন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসাবে একই টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন রিশাদ হোসেন। কিন্তু এই লেগ স্পিনার পুরো আসরে থাকতে পারবেন না দেখে তাকে দল থেকে বাদ দিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তার বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে আফগানিস্তানের এক বাঁহাতি লেগ স্পিনারকে।

গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ক্রিকেট বিশ্বের নজরে আসেন রিশাদ। এরপর ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল রিকি পন্টিংয়ের হোবার্ট। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি ড্রাফট থেকে দল পাওয়া ক্রিকেটার ছিলেন রিশাদ। এর আগে সাকিব বিগ ব্যাশে খেললেও তিনি আসরে সুযোগ পেয়েছিলেন বদলি খেলোয়াড় হিসেবে।

সোমবার এক বিবৃতিতে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালামখেইলকে দলে নেওয়ার কথা জানায় হোবার্ট। কারণ হিসেবে বলা হয়, বিপিএলের কারণে বিগ ব্যাশের এবারের আসরে রিশাদ অংশ নিতে পারবেন না দেখে তার বদলি নেওয়া হয়েছে।

বাংলাদেশের তরুণ এই স্পিনারকে দলে না পাওয়ায় বিবৃতিতে নিজেদের হতাশার কথাও জানান হোবার্টের হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার।  বিপিএলের কারণে রিশাদ আমাদের সঙ্গে যোগ দিতে না পারায় আমরা হতাশ। তবে আমরা জানি টুর্নামেন্টের প্রথম অংশে আমাদেরকে জয় এনে দিতে সাহায্য করার মতো একজন আমাদের আছে।

অবশ্য কিছুদিনে আগে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য রিশাদের বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার খবর প্রকাশ করেছিল দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যম। বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিসের বরাত দিয়ে তারা জানায়, মোট ৯ দিনের অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ।

আগামী ১৯ ডিসেম্বর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টি- টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের এবারের আসর। অন্যদিকে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর। এবারের বিপিএলে রিশাদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়