শিরোনাম
◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: দুই বিমান ঘাঁটি ধ্বংস ◈ ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান! ◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যুব এশিয়া কাপে ভারতকে হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: পাঁচ কিংবা দশ রানে নয়, ৪৩ রানের হার। যুব এশিয়া কাপের ম্যাচে বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। যেখানে আগে ব্যাট করা পাকিস্তান যুব দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছে ওপেনার শাহজাইব খান। শাহজাইবের ১৪৭ বলে ১৫৯ রানের ইনিংসে চড়ে ৭ উইকেটে ২৮১ রানের পুঁজি পায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯।

যেখানে ৫ চারের বিপরীতে ১০ ছক্কা হাঁকান শাহজাইব। লক্ষ্য তাড়ায় নেমে ২৩৮ রানেই গুটিয়ে গেলো ভারত।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি দুই ওপেনার উসমান খান ও শাহজাইব ১৬০ রানের জুটি গড়েন। ৯৪ বলে ৬০ রান করে উসমান আউট হলে ভাঙে জুটি। তবে সেঞ্চুরিকে দেড়শো রানে রূপ দিয়ে তবেই আউট হয়েছেন শাহজাইব। তাও ইনিংসের শেষ ওভারে গিয়ে। ততক্ষণে নামের পাশে ১৪৭ বলে ৫ চার ১০ ছক্কায় সাজান ১৫৯ রানের ইনিংসটি। যা যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও এটি।

তবে শেষদিকে তাকে কেউই দিতে পারেনি যোগ্য সঙ্গ। উসমানের ৬০ রান ছাড়া ২৭ রান আসে মোহাম্মদ রিয়াজুল্লাহর ব্যাট থেকে। লক্ষ্য তাড়ায় নেমে ভারত ৫১ রানে ৩ উইকেট ও ৫ উইকেট হারায় ১৩৪ রানে। তবে নিখিল কুমারের ৬৭ রানে ভর করে ২৩৮ পর্যন্ত যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের হয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন পেসার আলি রাজা। আব্দুল সোবহান ও ফাহাম উল হক নেন সমান ২ টি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়