শিরোনাম
◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: দুই বিমান ঘাঁটি ধ্বংস ◈ ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান! ◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী?

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ঘণ্টা ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৬৯/২

স্পোর্টস ডেস্ক: আউটফিল্ড ভেজা থাকার কারণে বাংলাদেশ সময় রাত নয়টায়  খেলা শুরু হয়নি। দেরিতে শুরু হওয়ার পরেও জ্যামাইকা টেস্টের প্রথম দিনের বেশিরভাগ সময়ই হয়নি খেলা। তবে যে দুই ঘন্টা খেলা হয়েছে তাতে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

কিংস্টনের স্যাবাইনা পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। এতে অনেকের মতো অবাক হয়েছেন মাঠে ধারাভাষ্যকার হিসেবে থাকা আতহার আলী খান। টাইগারদের নিয়ে যে শঙ্কা করা হচ্ছিল, সেটি সত্যি হয়েছে। বরাবরের ন্যায়, এদিনও শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। - ডেইলি ক্রিকেট

দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। কেমার রোচের অফস্টাম্পের বাইরের করা বলে জশুয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। তার আগে করতে পেরেছেন মাত্র ৩ রান। প্রথম টেস্টের দুই ইনিংসেই একইভাবে আউট হয়েছিলেন জয়। মুমিনুল হক রানের খাতা খোলার প্যাভিলিয়নের পথ ধরেছেন। তারও ক্যাচ নিয়েছেন জশুয়া।

এরপর উইকেটে আসা শাহাদাত হোসেন দীপুকে নিয়ে প্রতিরোধ গড়েন সাদমান ইসলাম। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। দুইবার সাদমানের ক্যাচ মিস করেছে ক্যারিবিয়ান ফিল্ডাররা, দীপু জীবন পেয়েছেন একবার।
দুইবার জীবন পাওয়াকে কাজে লাগিয়েছেন সাদমান। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন দীপু। প্রথম দিন শেষে ১০০ বলে ৫০ রান করে অপরাজিত সাদমান, দীপুর সংগ্রহ ১২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন কেমার রোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়