শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৬:০২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিরুদ্ধে  সিরিজ জিতলো বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ নারী দল সিরিজ জিতলো আয়ারল্যান্ডের বিরুদ্ধে। স্বাগতিক দল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যায়। দ্বিতীয় ম্যাচেও আইরিশদের বিপক্ষে পেলো সহজ জয়। 

মিরপুরে শনিবার (৩০ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ৬ উইকেটে করেছে ১৯৩ রান। এই রান ৪৩.৫ ওভারে ৫ উইকেট হাতে নিয়েই তাড়া করলো নিগার সুলতানা জ্যোতির দল। 

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ফিফটি হাঁকান ফারজানা হক পিংকি (৫০), আগের ম্যাচে ৯৩ রান করা শারমিন আক্তার সুপ্তা আজ করলেন ৪৩ রান, কাপ্তান জ্যোতির ব্যাটে এলো ৪০ রান।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশও শুরুতে হারায় ওপেনার মুর্শিদা খাতুনকে (১৪ বলে ৬)। তবে আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলা শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে আরেক ওপেনার ফারজানা হক পিংকি ৮৫ রানের জুটিতে দলকে এগিয়ে দেন।

৮৯ বলে ৬ চারে ৫০ রান করে আউট হন পিংকি। আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা সুপ্তা এ দিন মিস করলেন ফিফটি। ৬৩ বলে ৪ চারে সাজিয়েছেন ৪৩ রানের ইনিংসটি। মাঝে সোবহানা মোস্তারি ফিরেছেন ১৬ রান করে।

১২৯ রানে ৪ উইকেটে হারালেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্না আক্তার মিলে দলকে জিতিয়েই মাঠ ছাড়ার পথে ছিলেন। কিন্তু জয় থেকে মাত্র ১২ রান দূরে গিয়ে আউট হন জ্যোতি। নামের পাশে ৩৯ বলে ৪ চার ১ ছক্কায় ৪০ রান। 

জ্যোতি  আউট হলেও ফাহিমা খাতুন ও স্বর্না আক্তার মিলে জয় নিয়েই মাঠ ছাড়েন। স্বর্না শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৯ বলে ২৯ রানে।

আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা হয়নি ভালো। ৩৫ রানেই হারায় দুই ওপেনার সারাহ ফোর্বস (৩৪ বলে ১৩) ও গ্যাবি লুইসকে (১২ বলে ২)। 

সেখান থেকে ১০১ রানের জুটিতে সফরকারীদের টেনে নেন অধিনায়ক ও কিপার ব্যাটার অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগেস্ট। ৭২ বলে ৩৭ রান করা ওরলাকে রান আউট করে জুটি ভাঙে বাংলাদেশ।

১ রানের ব্যবধানেই অবশ্য ফিরেছেন ফিফটি তুলে নেওয়া হান্টারও। ৮৮ বলে ৮ চারে ৬৮ রানের ইনিংসটি সাজান স্বর্না আক্তারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে।

মিডল অর্ডারে লরা ডিলানি ৫০ বলে করেছেন ৩৩ রান। শেষদিকে উনা রেইমন্ড ১৮ বলে অপরাজিত ২১ রান করলেও দলীয় সংগ্রহ পেরোয়নি ২০০। যেখানে কৃতিত্ব বাংলাদেশের বোলারদেরই।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা খাতুন। নাহিদা আক্তার ও স্বর্না আক্তারের উইকেট একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়