শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের মধ্যে হাজার কোটি ডলারের গোপন আঁতাত কারা টিকিয়ে রেখেছে ◈ তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল ◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১১:১১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুলের কাছে হেরে গেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: এমবাপ্পেকে নিয়েও পেরে উঠলো না রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিরুদ্ধে সমানতালে লড়েও গোলোর দেখা পেলো না এমবাপ্পেরা। তবে লিভারপুল গোলের সুযোগ হাতছাড়া করেনি।  তারা ১৫ বছরের বেশি সময় পর রিয়াল মাদ্রিদকে হারাতে পারলো। চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ অ্যান্ডফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। হারের তিক্ত স্বাদে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪ নম্বরে নেমেছে রিয়াল মাদ্রিদ।

অ্যানফিল্ডে ইনজুরি জর্জরিত রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামে লিভারপুল। ভিনিসিয়াস, রদ্রিগোর অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপ্পের সাথে ব্রাইহাম দিয়াস ও আরদা গুরালকে নিয়ে আক্রমন সাজান রিয়াল কোচ অ্যানচেলোত্তিতে। আর রক্ষণের দায়িত্ব পড়ে একাডেমির তরুন ফুটবলার রাউল অ্যাসেন্সিওর ওপর।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। বল পজেশন থেকে শুরু করে আক্রমনের সংখ্যা সবকিছুর বিচারেই এগিয়ে ছিল স্লটের দল। তবে কখনও থিবো করতোয়া আবার কখোন রুডিগারের দক্ষতায় প্রথমার্ধে গোল পায়নি লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে ভাঙ্গে ডেটলক। ৫২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টারের গোলে লিড নেয় লিভারপুল।

তবে ৭ মিনিট পর সমতায় ফেরার দারুন সুযোগ পায় রিয়াল। লুকাস ভাস্কেসকে ডি বক্সে ফাউল করেন অ্যান্ড্রিউ রবাটসন। কিলিয়ান এমবাপ্পের ব্যর্থতায় গোলবঞ্চিত হয় চ্যম্পিয়নরা। এমবাপ্পের শট রুখে দেন লিভারপুল গোলরক্ষক কাউয়িমিন কেলেহার।

৬৯ মিনিটে পেনাল্ট পায় লিভারপুলও। এবার রিয়াল ডিফেন্ডার ফ্রিল্যান্ড মেন্ডি ফাউল করেন সালাহকে। তবে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সালাহ। তবে লিভারপুল ঠিকই দ্বিতীয় গোল আদায় করে, রিয়ালের সমতায় ফেরার পথ বন্ধ করে দেয়। বদলি হিসেবে নামার কিছুক্ষনের মধ্যেই ৭৬ মিনিটে স্কোর শিটে নাম তোলে ডাচ ফরোয়ার্ড কোডি গ্যাকপো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়