শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঞ্জি ট্রফিতে ইতিহাস, আনশুলের এক ইনিংসে ১০ উইকেট শিকার

স্পোর্টস ডেস্ক: ভারতের পেসার আনশুল কাম্বোজ বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। তিনি রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট শিকার করলেন আনশুল।

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন আনশুল। লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়াম তাকে হতাশ করেনি। প্রথম দুই দিনে আট উইকেট শিকার করা আনশুল আজ (শুক্রবার) কেরালার বাকি দুই উইকেট তুলে নিয়েছেন হরিয়ানার এই পেসার। তাতেই রেকর্ড বুকে ওঠে আনশুলের নাম।

সব মিলিয়ে ৩০.১ ও্যভারে ৪৯ রান দিয়ে ১০ উইকেট শিকার করেন আনশুল। যা হরিয়ানার হয়ে সেরা বোলিং ফিগার। আগের সেরা ছিল জগিন্দর শর্মার। ২০০৪-০৫ মৌসুমে বিদর্ভর বিপক্ষে ২৪ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ পেসার।

আনশুলের আগে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন বাংলার প্রেমাংশু চ্যাটার্জি ও রাজস্থানের প্রদীপ সুন্দরাম। প্রেমাংশু ১৯৫৬-৫৭ ও প্রদীপ ১৯৮৫-৮৬ সালে এই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে আনশুল ভারতের ষষ্ঠ বোলার, যে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছে। সুবাস গুপ্ত, দেবাশীষ মোহান্তি ও অনিল কুম্বলের এই কীর্তি আছে।

পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছিলেন কুম্বলে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ও ইংল্যান্ডের জিম লেকার এই কীর্তি গড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়