শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর লড়াইয়ের মাধ্যমে এবারের আসর শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে । 

সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। প্রথমদিন দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল মুখোমুখি হবে। তবে বিপিএলের ঢাকা পর্ব এবার খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। প্রথম পর্বে ঢাকায় ম্যাচ রাখা হয়েছে চারদিন। অর্থাৎ ৩০, ৩১ ডিসেম্বর ও ২, ৩ জানুয়ারি ঢাকায় আটটি ম্যাচ হবে।

এরপর দ্বিতীয় পর্ব হবে সিলেটে। সেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে। এরপর তৃতীয় পর্বে চট্টগ্রামে যাবে বিপিএল। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ পর্বে ঢাকায় ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারি আসরের ফাইনাল রাখা হয়েছে।

এর আগে ঢাকায় ৩ ফেব্রুয়ারি প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ রাখা হয়েছে। ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নেয়া সাত দল হলো- ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়