শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ও ভারতের টানাপোড়েনের মধ্যে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক।  কিন্তু টুর্নামেন্টটি কীভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে চলছে বিতর্ক। ভারতের বার্তা সংস্থা পিটিআই দাবি করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কারণে টুর্নামেন্টটি ‘হাইব্রিড’ মডেলে আয়োজিত হতে পারে। অর্থাৎ, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের ম্যাচগুলো দুবাই ও শারজায় আয়োজনের পরিকল্পনা করছে যাতে ভারতীয় দল অংশ নিতে পারে।

তবে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি এ তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে বলছে, পাকিস্তান হাইব্রিড মডেলের কথা ভাবছে না। চ্যাম্পিয়নস ট্রফি শুধু পাকিস্তানই আয়োজন করবে। ভারতের ম্যাচ দুবাই ও শারজায় হওয়ার খবর ভিত্তিহীন।খবর ক্রিকেটপাকিস্তান- চ্যানেল২৪

এদিকে বিসিসিআই এর আগে জানিয়েছে, পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে তারা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে ভারত কোনো দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানে সফর করেনি। তবে আইসিসি টুর্নামেন্টে দুই দেশের মুখোমুখি হওয়া নিয়মিত ঘটনা।

ভারতের আপত্তির কারণে গত বছরের এশিয়া কাপ হয়েছে হাইব্রিড মডেলে। পাকিস্তান স্বাগতিক দেশ হিসেবে মাত্র ৪টি ম্যাচ আয়োজন করে। বাকি ম্যাচগুলো হয় শ্রীলঙ্কায়। এদিকে এ দু’দেশের টানাপোড়েনের মধ্যে গত মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইঙ্গিত দেয়, ভারত ক্রিকেট দল এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে না গেলে টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হওয়ার সম্ভাবনা আছে।

পিসিবির প্রস্তাবিত অস্থায়ী সূচি অনুযায়ী, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, এবং ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৯ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে ভারতের সব ম্যাচের ভেন্যু হিসেবে লাহোর নির্ধারণ করা হয়েছে।

এই টুর্নামেন্টে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ গ্রুপে, এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ‘বি’ গ্রুপে রয়েছে।

পিসিবি আইসিসিকে দ্রুত চূড়ান্ত সূচি প্রকাশের জন্য চাপ দিচ্ছে, সে হিসেবে সবকিছু ঠিক থাকলে আগামী ১২ নভেম্বরের মধ্যে সূচি ঘোষণা করবে আইসিসি। এদিকে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছে ভারত পাকিস্তানে খেলতে আসবে কি না। তবে সেটা দেয়নি বিসিসিআই। তবে পাকিস্তানেই টুর্নামেন্ট আয়োজন নিয়ে ইতিবাচক আইসিসি। স্বাগতিকদের প্রস্তুতি দেখতে ১০ নভেম্বর আইসিসির একটি প্রতিনিধি দল লাহোরে যাবার কথা রয়েছে। আর এ মাসের মাঝামাঝি ট্রফি উন্মোচন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়