শিরোনাম
◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রতি একাডেমিতে নিউজিল্যান্ডের প্যাটেলের মতো স্পিনার আছে: কাইফ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ভারত। এবার তারাই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এই প্রথমবার ৩ ম্যাচের কোনো সাদা পোশাকের সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে তারা।

ভারতীয় ব্যাটাররা সামলাতেই পারেননি এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসদের। বিশেষ করে প্যাটেল একাই ধস নামিয়েছিলেন ভারতের ব্যাটিং অর্ডারে। মুম্বাই টেস্টে একাই ১১ উইকেট নিয়ে ভারতের প্রায় জেতা ম্যাচ কেড়ে নেন প্যাটেল। আর সিরিজ জুড়ে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

এমন পারফরম্যান্সের পরও তাকে বড় মাপের স্পিনার মানতে নারাজ সাবেক ভারতীয় ব্যাটার মোহাম্মদ কাইফ। তিনি প্যাটেলকে একাডেমির বোলারদের সঙ্গে তুলনা করেছেন। তার মতে প্যাটেলের মতো বোলার ভারতের সব একাডেমিতেই আছে। ক্রিকফ্রেঞ্জি

কাইফ বলেন, মিথ্যা বলছি না, আমি দিল্লিতে অনুশীলন করতে যাই, ওখানে এজাজ প্যাটেলের মতো স্পিনার প্রতিদিন দেখা যায়। এজাজ প্যাটেল ভালো বোলিং করেননি। যদি ওর পিচ ম্যাপ দেখেন, দেখবেন ও দুটি ফুলটস, দুটি শর্ট, দুটি লেংথ বোলিং করেছেন, তাতে ব্যাটসম্যানরা আউট হচ্ছেন। ৬ বলের মধ্যে ২টি বল ঠিকঠাক করছেন, তাতে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছেন।

২০১৮ সালে টেস্টে অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত ২১টি টেস্ট খেলেছেন প্যাটেল। দেশের মাটিতে এর মধ্যে মাত্র ৩টিতে খেলার সুযোগ পেয়েছেন এই স্পিনার। বিশেষ করে উপমহাদেশের মাটিতে খেলতে গেলেই কেবল তার গুরুত্ব বেড়ে যায়। এদিকে ফিলিপস পার্ট টাইমার থেকে হয়ে উঠেছেন নির্ভরযোগ্য বোলার। কাইফ মনে করেন তার কাছেই হেরে গেছে ভারত।

ভারতীয় এই সাবেক ক্রিকেটার বলেন, ‘গ্লেন ফিলিপস তো পার্ট টাইম স্পিনার। পার্ট টাইমারের কাছে আমরা হেরে গেছি। মানুষ বলছে, ওয়াংখেড়েতে এজাজ প্যাটেল ২২ উইকেট নিয়েছেন, তবে যদি ওর বোলিং দেখেন, ওর বল ঠিকঠাক জায়গায় পড়েওনি। দুটি বল ভালো করেছেন, তাতেই উইকেট পেয়েছেন। সিরিজের শেষ টেস্টের হার লজ্জার। মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের কোনো বোলিং ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়