শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ১২:০৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে রংপুরের হয়ে খেলবেন আফগানিস্তানের অটল

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের পর আফগানিস্তান ‘এ’ দলের হয়ে চলমান ইমার্জিং এশিয়া কাপেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সেদিকউল্লাহ অটল। এমন পারম্যান্সের পর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন তিনি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল পেলেন বাঁহাতি এই ওপেনার।

বিপিএলের এবারের মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে সেদিকউল্লাহকে। এক বিবৃতিতে ২৩ বছর বয়সী ওপেনারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি কিংবা সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে চুক্তি না থাকায় পুরো মৌসুমের জন্যই পাওয়া যেতে পারে তাকে।

ওয়ানডেতে এখনও অভিষেক না হওয়া সেদিকউল্লাহ আফগানিস্তানের হয়ে ইতোমধ্যে ৬ টি-টোয়েন্টি খেলেছেন। যদিও ১২ গড় ও ৮৩.৭২ স্ট্রাইক রেটে ৭২ রানের বেশি করতে পারেননি তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই ওপেনার। গত আগষ্টে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শপেজেজা ক্রিকেট লিগে খেলেছেন তিনি।

ব্যান্ড-ই-আমির ড্রাগনসের হয়ে ৯ ম্যাচে ৪২৩ রান করেছেন সেদিকউল্লাহ। ৫২.৮৭ গড় ও ১৩৪.২৮ স্ট্রাইক রেটে রান তোলা আফগান ব্যাটারের হাফ সেঞ্চুরিও আছে তিনটি। চলমান ইমার্জিং এশিয়া কাপেও নিজের সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৬ বলে খেলেছেন ৮৩ রানের ইনিংস। পরের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৫৫ বলে করেছেন অপরাজিত ৯৫ রান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং-চীনের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলেছেন। সব মিলিয়ে তিন ম্যাচে ১৩টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন সেদিকউল্লাহ। এমন পারফরম্যান্সের পর বিপিএলের জন্য তাকে দলে টেনেছে রংপুর। বিদেশি ক্রিকেটার হিসেবে এর আগে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সৌরভ নেত্রাভালকর, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফারের মতো ক্রিকেটারদের দলে নিয়েছে।

স্থানীয় ক্রিকেটারদের মাঝে রংপুরের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, নাহিদ রানা, ইরফান শুক্কুর, রকিবুল হাসান জুনিয়র, কামরুল ইসলাম রাব্বিরা। প্রধান কোচ হিসেবে দেখা যাবে মিকি আর্থারকে। বিপিএলের আগে অবশ্য গায়ানার গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়