শিরোনাম
◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১১:৫২ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ নারী দল ২১ রানে হারলো ইংল্যান্ডের কাছে

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৬ রানে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে পেরে উঠলো না। ইংল্যান্ডের বিরুদ্ধে লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটিই বড় করে তুললো বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর ভালো সুযোগ পেলেও তা হাত ছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ রানে হেরেছে তারা।

শনিবার ( ৫ অক্টোবর) শারজায় বোলারদের দারুণ নৈপুণ্যে ইংলিশদের ১১৮ রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে ৯৭ রানের বেশি করতে পারেনি সোবহানা-জ্যোতিরা। অলআউট স্পোর্টস
রান তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ১৭ রানের মধ্যেই হারায় দুই ওপেনার সাথী রানী বর্মণ ও দিলারা আক্তারকে। প্রাথমিক চাপ সামাল দিতে তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতিকে নিয়ে জুটি গড়েন সোবহানা মোস্তারি। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত রান তুলতে পারেননি কেউই। ৩৫ রানের জুটি গড়তে তারা খেলেন ৪৪ বল।

ব্যক্তিগত ১৫ রানে জ্যোতি রানআউটে কাটা পড়লে ভাঙে এই জুটি। এরপর আর কোনো ব্যাটারই হাত খুলে খেলতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ৪৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন সোবহানা।  

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ইংলিশরা। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই তাদের চেপে ধরতে শুরু করে বাংলার মেয়েরা। সপ্তম ওভারের ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রাবেয়া খান। ১৯ বছর বয়সী এই লেগ-স্পিনার ফেরান ২৩ রান করা মায়া বুশারকে।

এরপর স্পিনারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন আরেক ওপেনার ড্যানি ওয়ায়েট-হজ। নাহিদা আক্তারের বলে তাকে স্টাম্পিং করেন জ্যোতি। দুই ওপেনার ছাড়া উইকেটরক্ষক অ্যামি জোন্স ব্যাট হাতে কেবল দুই অঙ্কের ছোঁয়া পান।

নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১১৮ রানে থামে ইংলিশদের ইনিংস। দুটি করে উইকেট নেন ফাহিম, রিতু ও নাহিদা। আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে জ্যোতির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়