শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ তিন আসরেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন বাঁহাতি এই পেসার। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে বিপিএলের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়নরা। 

কুমিল্লা না থাকায় অনুমেয়ভাবে দল খুঁজতে হতো মুস্তাফিজকে। সরাসরি চুক্তিতে যেতে না পারলে ১৪ অক্টোবর হতে যাওয়া প্লেয়ার্স ড্রাফটের অপেক্ষায় থাকতে হতো তাকে। যদিও দেশের অন্যতম সেরা পেসারকে দল পেতে ড্রাফটের জন্য অপেক্ষা করতে হয়নি। সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বিপিএল শুরু মাস তিনেক আগে।  - ক্রিকফ্রেঞ্জি

সবকিছু ঠিক থাকলে বিপিএলের আগামী মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে ৭০ ম্যাচ ৯২ উইকেট নেয়া বাঁহাতি পেসারের জন্য এটি পঞ্চম দল।

এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স এবং কুমিল্লার হয়ে খেলেছেন। মুস্তাফিজকে পেতে অবশ্য অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে ঢাকাকে। কারণ দেশের অন্যতম সেরা পেসারকে পেতে শুরুতে আগ্রহ দেখিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাদের সঙ্গে যুক্ত হয়েছিল চট্টগ্রাম কিংসও। 

দুই ফ্র্যাঞ্চাইজি টেক্কা দিতে শেষ পর্যন্ত ১ কোটি টাকায় মুস্তাফিজকে দলে টেনেছে ঢাকা। এবারের আসরের জন্য এটিই তাদের প্রথম সাইনিং। ঢাকারের এবারের মালিকানা কিনেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়