শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ তিন আসরেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন বাঁহাতি এই পেসার। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে বিপিএলের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়নরা। 

কুমিল্লা না থাকায় অনুমেয়ভাবে দল খুঁজতে হতো মুস্তাফিজকে। সরাসরি চুক্তিতে যেতে না পারলে ১৪ অক্টোবর হতে যাওয়া প্লেয়ার্স ড্রাফটের অপেক্ষায় থাকতে হতো তাকে। যদিও দেশের অন্যতম সেরা পেসারকে দল পেতে ড্রাফটের জন্য অপেক্ষা করতে হয়নি। সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বিপিএল শুরু মাস তিনেক আগে।  - ক্রিকফ্রেঞ্জি

সবকিছু ঠিক থাকলে বিপিএলের আগামী মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে ৭০ ম্যাচ ৯২ উইকেট নেয়া বাঁহাতি পেসারের জন্য এটি পঞ্চম দল।

এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স এবং কুমিল্লার হয়ে খেলেছেন। মুস্তাফিজকে পেতে অবশ্য অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে ঢাকাকে। কারণ দেশের অন্যতম সেরা পেসারকে পেতে শুরুতে আগ্রহ দেখিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাদের সঙ্গে যুক্ত হয়েছিল চট্টগ্রাম কিংসও। 

দুই ফ্র্যাঞ্চাইজি টেক্কা দিতে শেষ পর্যন্ত ১ কোটি টাকায় মুস্তাফিজকে দলে টেনেছে ঢাকা। এবারের আসরের জন্য এটিই তাদের প্রথম সাইনিং। ঢাকারের এবারের মালিকানা কিনেছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়