শিরোনাম
◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ভুটানকে হারিয়ে সান্ত¡নার জয় পেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এর আগের লড়াইয়ে  দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার লাল-সবুজের দলটি পেলো সান্ত¡নার জয়। তাও অনেক লড়াই করে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুর তিন ম্যাচে সিরিয়া ও ভিয়েতনামের কাছে হার এবং গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তাই সান্ত¡নার জয়ের আশায় ছিল মিরাজুল-আসাদুলরা। ভুটানের বিপক্ষে ২-১ গোলের সেই জয়টাই পেয়েছে মারুফুল হকের দল।

ভিয়েতনামের হাইফোংয়ে চতুর্থ মিনিটেই আসাদুল মোল্লার দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিকের লাইন থেকে বক্সে অনেকটা ক্রসই বাড়াতে গিয়েছিলেন এই মিডফিল্ডার। বল বাঁক না খেয়ে লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। এগিয়ে যাওয়া বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। আক্রমণে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি।  

তবে বিরতি থেকে ফিরে ভুটানও চাপ দিতে থাকে। ফলে পেয়ে যায় সমতাসূচক গোল। ৭০ মিনিটে দুর্ভাগ্যের শিকার বাংলাদেশ। লম্বা ক্রস হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন আসাদুল আলম সাকিব, কিন্তু বল পোস্টে লেগে জালের দিকে ছোটে, গোলরক্ষক ইশাক আখন্দ লাফিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করলেও বল আগেই পেরিয়ে যায় গোললাইন।

ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ কিন্তু বদলি নামা মঈনুল ইসলাম মইনের একক নৈপুণ্যে দুর্দান্ত গোল পায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে বল নিয়ে অনেকটা পথ এগিয়ে বক্সের সামনে থেকে বাম পায়ের নিশানায় বল জালে পাঠান এই ফরোয়ার্ড। তাতে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে থেকে শেষ করলো বাংলাদেশ। তিনটি ম্যাচ খেলা সিরিয়া ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ভিয়েতনামেরও পয়েন্ট তিন। তাদেরও একটি ম্যাচ বাকি আছে, প্রতিপক্ষ সিরিয়া। গ্রুপের সেরা দল নাম লেখাবে আসরের মূল পর্বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়