শিরোনাম
◈ দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ১০ নির্দেশনা ◈ নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ◈ বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের ৬ মা‌সের চু‌ক্তি ◈ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুরাবস্থা বাংলা‌দেশ দ‌লের, অবস্থান দশম ◈ জামায়াতের নতুন অবস্থানের লক্ষ্য বিপ্লবের চেতনাকে কাজে লাগানো ◈ ফিরোজায় সব প্রস্তুত, মঙ্গলবার ঢাকায় ফিরছেন খালেদা জিয়া ◈ খালেদা জিয়া কেন ৫ মে দেশে আসছেন না, জানা গেল চাঞ্চল্যকর তথ্য ◈ গু‌নে-গু‌নে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ ইউনূস সরকারকে সংস্কারে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই ◈ দিনের ভোট এবার রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০০ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডারেশনের একই পদে দুই মেয়াদের বেশি নয়: ক্রীড়া উপদেষ্টা আসিফ

স্পোর্টস ডেস্ক: কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় নিজেদের মতামত পেশ করেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন। এরপর বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ। এরইমধ্যে অনেক কিছুতে সংস্কারে উদ্যোগী হয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় কাজ করছেন যাতে ফেডারেশনের দায়িত্বে কেউ ২ মেয়াদের বেশি না থাকতে পারেন। এনএসসি থেকে ফেডারেশনগুলোর তৈরি হচ্ছে সাধারণ নির্দেশনাও।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ফেডারেশনগুলোর জন্য সাধারণ নির্দেশনা তৈরি হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই মেয়াদের বেশি থাকা যাবে না। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দুইবারের বেশি নয়।

ক্রীড়া উপদেষ্টা এই বক্তব্যে কাউকে সরাসরি কিছু না বললেও ধারণা করা হচ্ছে তিনি ফেডারেশন-ক্রীড়া সংস্থাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের পদের বিষয়কেই মূলত নির্দেশ করেছেন। ফেডারেশনগুলোর বড় দায়িত্বে যারা থাকেন, তারা একবার চেয়ারে বসার পর পুনরায় সেই চেয়ারে বসার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন।

বিষয়টির দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি।

ক্রীড়াঙ্গনকে বিরাজনীতিকরণ করতেই মন্ত্রণালয়ের এমন উদ্যোগ এ কথা জানিয়ে আসিফ বলেন, ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।

ই মতবিনিময় সভায় প্রতি ফেডারেশন থেকে ৪ জন করে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু খেলোয়াড়সহ অনেকেই এতে উপস্থিত হন, একটা সময় বিশৃঙ্খলাও দেখা দেয় অডিটরিয়ামে। আসিফের বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে। এ উপদেষ্টা বলেন, খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। যা জাতীয় জীবনেও শিক্ষণীয়। এখানে আপনারা অনেক বর্তমান, সাবেক খেলোয়াড় ও কোচ আছেন। আপনাদের মধ্যে শৃঙ্খলার যথেষ্ট অভাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়